রাজ্য

‘কোথাও দেখেছেন এত টাকা….’ – দুর্নীতি ইস্যুতে মমতা সরকারকে বিঁধলেন প্রধানমন্ত্রী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

‘কোথাও দেখেছেন এত টাকা….’ – দুর্নীতি ইস্যুতে মমতা সরকারকে বিঁধলেন প্রধানমন্ত্রী

দু’দিনের জন্য বঙ্গ সফরে এসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ এদিন সকালেই দুর্গাপুরে পৌঁছন তিনি৷ তারপরে ঝাড়খণ্ডের ধানবাদের কর্মসূচি সেরে হুগলির আরামবাগে জনসভা সারলেন নরেন্দ্র মোদি৷ মোদির বার্তা, ‘‘বাংলার সব আসনেই জিততে হবে। তৃণমূলের একটা নিশ্চিত ভোট ব্যাঙ্ক আছে। এবার এটার জবাব পাবে।’’

মোদির বক্তব্য কার্যত অবসম্ভাবী ভাবেই উঠে আসে দুর্নীতি প্রসঙ্গ৷ প্রাথমিকে শিক্ষক নিয়োগ দুর্নীতি, রেশন দুর্নীতির প্রসঙ্গ তুলে মোদি বলেন, ‘‘প্রাইমারি শিক্ষক নিয়োগে দূর্নীতি করেছে। গরিবের রেশন নিয়ে দুর্নীতি করছে। সীমান্তে পশু পাচারেও দুর্নীতি করছে।

তৃণমূল নেতাদের বাড়ি থেকে টাকার পাহাড় উদ্ধার হয়েছে। কোনও জায়গা ছাড়েনি দুর্নীতি। কেন্দ্রীয় এজেন্সিকে এখানে তদন্ত করতে দেয় না। আর এখানে মুখ্যমন্ত্রী বসে পড়ছেন ধর্ণায়। এরা খোলা হাতে লুট করতে চাইছে। আমি সেটা আটকেছি। তাই আমি ওদের প্রধান শত্রু।’’

এদিন বক্তব্যের শুরুতেই প্রায় সন্দেশখালি প্রসঙ্গে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানান মোদি৷ খানাকুলের মাটির ছেলে রাজা রামমোহন রায়ের প্রসঙ্গ তুলে সন্দেশখালিতে নারী নির্যাতনের অভিযোগের নিন্দা করেন তিনি৷ মোদির কটাক্ষ, ‘‘যারা লুটেছে তাদের ফেরত দিতে হবে। এই মোদি ছাড়ার পাত্র নয়। এত টাকা সিনেমাতেও দেখা যায়নি। মানুষের পরিশ্রমের টাকা আমি লুট করতে দেব না। লুটেরাদের আক্রমণে আমি ভয় পাই না।’’

আরও পড়ুন ::

Back to top button