অর্থনীতি

কন্যা ঈশাকে নিয়ে নয়া ব্যবসায় নামতে চলেছেন মুকেশ আম্বানি, চাপ বাড়বে একাধিক সংস্থার

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কন্যা ঈশাকে নিয়ে নয়া ব্যবসায় নামতে চলেছেন মুকেশ আম্বানি, চাপ বাড়বে একাধিক সংস্থার

ব্রিটিশ সংস্থা প্রিমার্ককে ভারতে আনতে চলেছেন মুকেশ অম্বানী ও তাঁর কন্যা ইশা। এই সংস্থা বাজারে এলে একাধিক সংস্থা পিছনে পড়ে যাবে বলে মনে করছেন বিশ্লেষকরা। বর্তমানে যে সব সংস্থা পোশাক বিক্রির ক্ষেত্রে জনপ্রিয়তা পেয়েছে, সেগুলিকে রীতিমতো টেক্কা দিতে পারে নয়া সংস্থা।

প্রিমার্ক বেশ কয়েকটি শো-রুম খুলতে পারে বিভিন্ন জায়গায়। বিশ্ব জুড়ে প্রিমার্কের ৪০০ স্টোর রয়েছে। লন্ডনের অ্যাসোসিয়েট ব্রিটিশ ফুড-এর অধীন এই প্রিমার্ক। ২০২৬ সালের মধ্যে সেই সংখ্যাটা ৫৩০-এ পৌঁছে দিতে চায় সংস্থা। উল্লেখ্য , দেশের বিভিন্ন সেক্টরে বিনিয়োগ রয়েছে রিলায়েন্সের। পেট্রোপণ্য, টেলিকম থেকে ইলেকট্রনিক দ্রব্য, সব ক্ষেত্রেই চুটিয়ে ব্যবসা করছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এবার আরও এক সেক্টরে ব্যবসায় নামছেন মুকেশ আম্বানি।

পোশাকের ব্যবসায় অবশ্য আগেই নেমেছে রিলায়েন্স গোষ্ঠী। উল্লেখ্য , মাঝারি দামে, মধ্যবিত্তের পোশাকের ক্ষেত্রে টাটা-র জুডিও , ম্যাক্স , ইনটিউন বেশ জনপ্রিয়তা পেয়েছে। এছাড়া অনলাইন রিটেল সংস্থা থেকেও অপেক্ষাকৃত সস্তায় পোশাক পাওয়া যায়।

আরও পড়ুন ::

Back to top button