প্রযুক্তি

ভারতের উড়বে ট্যাক্সি! নেপথ্যে আইআইটি অধ্যাপকের মস্তিষ্ক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Satya Chakraborty Flying Taxi : ভারতের উড়বে ট্যাক্সি! নেপথ্যে আইআইটি অধ্যাপকের মস্তিষ্ক - West Bengal News 24

কল্পনার আর কল্পনার জগতে আটকে থাকছে না। চলে আসছে বাস্তবের রুক্ষ মাটিতে। উড়ন্ত গাড়িও তেমনই এক বিষয়। আর বেশিদিন অপেক্ষা করতে হবে না। লাগতে পারে বড়জোর ৭ থেকে ৮ মাস। তারপরই দেখা যাবে উড়ন্ত ট্যাক্সি।

ভারতের প্রথম উড়ন্ত ট্যাক্সিটির নাম, ই২০০। ট্যাক্সিটি তৈরি করেছে ‘ইপ্লেন’ সংস্থা। এই সংস্থার প্রতিষ্ঠাতা, আইআইটি মাদ্রাজের অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ের বিশিষ্ট প্রফেসর সত্য চক্রবর্তী। প্রফেসর সত্য চক্রবর্তীর মতে, পূর্ণাবয়ব ট্যাক্সিটির প্রথম পরীক্ষামূলক উড়ান হতে পারে চলতি বছরের অক্টোবর-নভেম্বরে।

অধ্যাপক সত্য চক্রবর্তী এই উড়ন্ত ট্যাক্সির নকশা, নিরাপত্তা, শহরাঞ্চলে পরিবহনের ক্ষেত্রে এর সম্ভাবনার মতো বিভিন্ন দিক তুলে ধরেছেন। তাঁর মতে, ভারতের ব্যস্ত শহরগুলিতে যানজটের সমস্যা দূর করতে পারবে এই বিশেষ ট্যাক্সি। এই অভাবনীয় সাফল্যের পিছনে রয়েছে আইআইটি মাদ্রাজের অধ্যাপক সত্য চক্রবর্তীর মস্তিষ্ক।

আরও পড়ুন ::

Back to top button