রাজ্য

“আমার বাবার বার্থ সার্টিফিকেট নেই……” CAA কার্যকর নিয়ে আতঙ্কিত মমতা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

“আমার বাবার বার্থ সার্টিফিকেট নেই……” CAA কার্যকর নিয়ে আতঙ্কিত মমতা

দেশজুড়ে কার্যকর হল CAA, ঘোষণা কেন্দ্রের। আজ রাত ১০ টায় কার্যকর হতে পারে CAA , এমনটা জানা গেলেও সপ্তাহ শুরুর সন্ধ্যায় জারি হল অর্ডিন্যান্স। CAA কার্যকর করা নিয়ে আদ্যপান্ত বিজেপি-কে তোপ দেগেছেন তিনি।

জানিয়েছেন, সিএএ নিয়ে দরখাস্ত করলে নাগরিকত্ব বাতিল করে দেওয়া হবে। এদিন মুখ্যমন্ত্রী প্রশ্ন তুলেছেন, যে ফর্ম ফিলাপ করতে বলা হয়েছে সেই ফর্মে বাবার জন্মের শংসাপত্র চাওয়া হয়েছে। সেই শংসাপত্র কি আদৌ কারোর কাছে রয়েছে ?

হাবড়ার সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, “ফর্মের এক জায়গায় বলা হয়েছে বাবার বার্থ সার্টিফিকেট জমা দাও। সবার বাবার বার্থ সার্টিফিকেট আছে ?” এরপরই তিনি জানান তাঁর বাবার জন্মের শংসাপত্র নেই।

মুখ্যমন্ত্রী বলেন, “আমার বাবার বার্থ সার্টিফিকেট নেই। আমি বাবা-মার জন্মদিন কবে জানি না।” সামনে উপস্থিত জনগণকে তিনি প্রশ্ন করেন, “আমার মতো আপনাদেরও এমন অনেক পরিবার আছে যাঁদের ৫০-৬০ বয়স তাঁরা বাবার। তাঁরা বার্থ সার্টিফিকেট খুঁজে পাবেন তো?” প্রশ্ন মমতার।

আরও পড়ুন ::

Back to top button