স্বাস্থ্য

ওষুধের প্যাকেটের পিছনে লাল দাগ ? কিসের ইঙ্গিত ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ওষুধের প্যাকেটের পিছনে লাল দাগ ? কিসের ইঙ্গিত ?

কোন ওষুধ ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া খাওয়া উচিত নয়, সেই বার্তা ওষুধের পাতার পিছনেই দেওয়া থাকে ? কখনও লক্ষ্য করেছেন, অনেক ওষুধের পাতার পিছনে লাল দাগ থাকে ?

অনেক ওষুধের পাতায় আবার আরএক্স, এনআরএক্স, এক্সআরএক্সও লেখা থাকে। এগুলিরও অর্থ, ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এই সমস্ত ওষুধ খাওয়া উচিত নয়। নিজের মতে এই ধরনের ওষুধ কিনে খেলে বিপদ পর্যন্ত হতে পারে।

লাল রং সাধারণত বিপদ সংকেত। যে সব ওষুধের পাতার পিছনে লাল দাগ থাকে, সেগুলি ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া একেবারেই খাওয়া উচিত নয়।

তাই লাল দাগ দেওয়া বা আরএক্স, এনআরএক্স, এক্সআরএক্সও লেখা ওষুধগুলি যেমন ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া কেনা উচিত নয়, তেমনই ওষুধ বিক্রেতাদেরও প্রেসক্রিপশন ছাড়া সেগুলি বিক্রি করা উচিত নয়।

আরও পড়ুন ::

Back to top button