জাতীয়

এই দুই রাজ্যে ২ রা জুন ভোট গণনা – কেন এগিয়ে এল ? জানালো নির্বাচন কমিশন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এই দুই রাজ্যে ২ রা জুন ভোট গণনা - কেন এগিয়ে এল ? জানালো নির্বাচন কমিশন

১৯ এপ্রিল থেকে দেশের ৫৪৩টি লোকসভা আসনে ভোটগ্রহণ শুরু হতে চলেছে৷ সাত দফায় ভোটগ্রহণ করা হবে। প্রথম দফায় ১৯ এপ্রিলই অরুণাচলের দুটি লোকসভা আসন এবং সিকিমের একটি লোকসভা আসনে ভোট নেওয়া হবে।

একই সঙ্গে এই দুই রাজ্য, বিধানসভা নির্বাচনের ভোটও দেবে। ৪ জুন লোকসভা নির্বাচনের ফল প্রকাশ করা হবে।

প্রসঙ্গত , জুনেই দুই বিধানসভার মেয়াদ শেষ হতে চলেছে। কাজেই ৪ জুন ভোট গণনা করা হলে ভোট গণনার আগেই বিধান সভার মেয়াদ ফুরিয়ে যেত।

সংবিধানের অনুচ্ছেদ ৩২৪ এবং ১৯৫১ সালের জনপ্রতিনিধি আইনের ১৫ নম্বর ধারা অনুযায়ী , বিধানসভার মেয়াদ ফুরোনোর আগেই নির্বাচন প্রক্রিয়া শেষ করতে হয়।

শনিবার নির্বাচন কমিশন জানিয়েছিল, ৪ জুন এই দুটি রাজ্যে ভোট গণনা করা হবে। রবিবার, সেই তারিখ বদলে কমিশন জানাল, ভোট গণনা হবে ২ জুন।

আরও পড়ুন ::

Back to top button