প্রযুক্তি

জুলাই থেকে সিমকার্ড নিয়ে নতুন নিয়ম কার্যকর – ট্রাইয়ের নয়াপদ্ধতি জেনে নিন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

জুলাই থেকে সিমকার্ড নিয়ে নতুন নিয়ম কার্যকর - ট্রাইয়ের নয়াপদ্ধতি জেনে নিন

সিম কার্ডের উপর একটা বিরাট বদল নিয়ে আসা হয়েছে। ফের দু’মাস যেতে না যেতেই আবার নতুন সিদ্ধান্ত নিল TRAI। আর এই নিয়ম চলতি বছরের ১ লা জুলাই থেকে সারা দেশে কার্যকর ।

ট্রাই-এর নয়া নিয়মাবলি অনুযায়ী, সিমকার্ড ‘সোয়‍্যাপ’ করলে ওই নম্বরটি অন্য টেলিকম সংস্থায় বদল করে যাবে না, অর্থাৎ আর ‘পোর্ট’ করতে পারবেন না গ্রাহকরা। কারণ আজকাল সিম অদলবদল সংক্রান্ত জালিয়াতির ঘটনা ক্রমাগত বাড়ছে।

এই জালিয়াতিতে স্ক্যামার সহজেই প্যান কার্ড এবং আধার কার্ডের ছবি এবং মোবাইল হারানোর অজুহাতে একটি নতুন সিম কার্ড পেয়ে যায়। এবার থেকে যাতে তা না হয়, তাই এই সিদ্ধান্ত নিয়েছে TRAI।

টেলিকম সংস্থাকে কোনও গ্রাহককে মেসেজ পাঠানোর আগে গ্রাহকের অনুমোদন নিতে হবে। এমনটাই বলা হয়েছিল চলতি বছরের জানুয়ারিতে। এখন সেই নিয়মই মেনে আসছে সংস্থা গুলি।

TRAI এর নতুন নিয়ম কার্যকর করার পিছনে আসল কারণ হল অনলাইন জালিয়াতি রোধ করা। অনলাইন জালিয়াতি আটকাতে একের পর এক পদক্ষেপ নিচ্ছে সরকার। কিন্তু তা সত্ত্বেও পুরোপুরি আটকানো সম্ভব হচ্ছে না।

আরও পড়ুন ::

Back to top button