জাতীয়

কি করছে কেন্দ্রীয় বাহিনী ? সিআরপিএফ নিয়মিত রিপোর্ট পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রককে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কি করছে কেন্দ্রীয় বাহিনী ? সিআরপিএফ নিয়মিত রিপোর্ট পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রককে

ইতিমধ্যেই এ রাজ্যে ১৫০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসে গিয়েছে। ভোটের দিন ঘোষণার আগেই ঢুকেছে বাহিনী, জেলায় জেলায় টহলও শুরু করে দিয়েছে। এপ্রিলের শুরুতে আরও ২৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসার কথা।

অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পাশাপাশি ভোটারদের আশ্বস্ত করতেই এত বাহিনী বলে কমিশন সূত্রে খবর। এবার সেই বাহিনী নিয়ে আরও এক ধাপ এগোল সিআরপিএফ। কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন থেকে শুরু করে, বাহিনী কোথায় কাজ করছে তার উপর কড়া নজরদারির ব্যবস্থা করা হল।

কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিআরপিএফ নিয়মিত রিপোর্ট পাঠাবে স্বরাষ্ট্রমন্ত্রককে। বাহিনীর গতিবিধি নিয়ে রোজ সকালে রিপোর্ট দেবেন আইজি সিআরপিএফ পশ্চিমবঙ্গ সেক্টর।

সূত্রের খবর, ২৯ মার্চ থেকে প্রতিদিন সকাল ১০ টার মধ্যে ই-মেল মারফত সেই রিপোর্ট পাঠাতে হবে। সফ্ট কপির পাশাপাশি রিপোর্ট দিতে হবে হার্ড কপিতেও।

মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমার বলেছিলেন, “যে পরিমাণ ফোর্স রাজ্যগুলিতে যাচ্ছে তার মোতায়েন যেন ঠিকমতো হয়। কোথাও ফোর্সকে বসিয়ে রাখা, কাজ না করানোর ঘটনা যেন না ঘটে। আবার কোথাও যেন ফোর্সকে অন্য জায়গায় পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ না আসে।”

আরও পড়ুন ::

Back to top button