জাতীয়

এশিয়ার ধনকুবের রাজধানী মুম্বাই – নেতৃত্বে মুকেশ আম্বানি

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

এশিয়ার ধনকুবের রাজধানী মুম্বাই - নেতৃত্বে মুকেশ আম্বানি

মুম্বই শহর এখন এশিয়ার বিলিয়নেয়ারদের রাজধানী, একথা বলছে চিনের সাংহাই শহরের হুরুন রিসার্চ ইনস্টিটিউট। সোমবার তারা সারা বিশ্বের ধনীদের একটি তালিকা প্রকাশ করেছে। সেখানে দেখা যাচ্ছে, মুম্বইয়ে বিলিয়নেয়ার, ১০০ কোটি মার্কিন ডলারের বেশি সম্পদের অধিকারী ব্যক্তির সংখ্যা ৯২।

এক বছরেই ভারত ধনকুবেরদের তালিকায় নতুন ৯৪ জনকে যুক্ত করেছে। ২০১৩ সালের পর এক বছরে ভারতে এক বেশি সংখ্যক নতুন ধনকুবেরের জন্ম হয়নি। মুম্বইকে এই জায়গা পৌঁচে দেওয়ার ক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের মুকেশ অম্বানি। আদানি গ্রুপের গৌতম আদানি সহ বিভিন্ন ব্যবসায়ী নেতারা ২০২৩ সালে ৭.৫ শতাংশ অর্থনৈতিক বৃদ্ধি ঘটিয়েছেন মুম্বইয়ের।

ভারতের মোট বিলিয়নেয়ারদের সংখ্যা ২৭১। ভারতের নতুন মুখের মধ্যে রয়েছেন, আর্থিক সংস্থা স্টার্লিং ইনভেস্টমেন্টের নেতা, রোহিকা সাইরাস মিস্ত্রি এবং এশিয়ান পেইন্টসের ইনা অশ্বিন দানি। আর ভারতের সবচেয়ে ধনী ব্যক্তি, অবশ্যই মুকেশ অম্বানি। মোট সম্পদের পরিমাণ, ১১৫ বিলিয়ন মার্কিন ডলার। দ্বিতীয় স্থানে আছেন আদানি, সম্পদের পরিমাণ ৮৬ বিলিয়ন
ডলার।

বিলিয়নেয়ারদের সংখ্যায় তালিকার শীর্ষে রয়েছে চিন। চিনের বিলিয়নেয়ারদের সংখ্যা ৮১৪। তবে, ২০২২ সাল থেকে চিনে ধনকুবেরদের সংখ্যা ১৫৫ জন কমেছে। স্টক মার্কেটগুলিও দুর্বল হয়ে পড়েছে। ৮০০ বিলিয়নেয়ার নিয়ে এই তালিকায় দ্বিতীয় স্থানে আছে মার্কিন যুক্তরাষ্ট্র। ২০২৩-এ মার্কিন মুলুকে বিলিয়নেয়ারদের সংখ্যা বেড়েছে ১০৯ জন।

আরও পড়ুন ::

Back to top button