রাজনীতিরাজ্য

মুখ্যমন্ত্রীকে অশালীন মন্তব্য – কেন্দ্রীয় নেতৃত্বের শো-কজ, দলের মধ্যেই চাপে দিলীপ ঘোষ

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Dilip Ghosh : মুখ্যমন্ত্রীকে অশালীন মন্তব্য – কেন্দ্রীয় নেতৃত্বের শো-কজ, দলের মধ্যেই চাপে দিলীপ ঘোষ - West Bengal News 24

মুখ্যমন্ত্রীকে অশালীন মন্তব্য – দলের মধ্যেই চাপে দিলীপ ঘোষ। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে কুরুচিকর মন্তব্য করে এবার নিজের দল বিজেপি-তেই কোণঠাসা দিলীপ ঘোষ৷ মুখ্যমন্ত্রীর উদ্দ্যেশ্যে এই ধরনের আপত্তিকর মন্তব্যের জন্য দিলীপ ঘোষকে শো-কজ করল বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব৷

প্রসঙ্গত, গতকালই বর্ধমান-দুর্গাপুর কেন্দ্রে ভোট প্রচারের ফাঁকে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় মুখ্যমন্ত্রীকে কটূক্তি করতে গিয়ে আপত্তিকর মন্তব্য করেন দিলীপ৷ বিজেপি প্রার্থীর এই মন্তব্যের বিরুদ্ধে নির্বাচন কমিশনে অভিযোগ জানায় তৃণমূল৷ কমিশনের পক্ষ থেকেও বিষয়টি নিয়ে জেলাশাসকের রিপোর্ট তলব করা হয়৷

এ দিন শো-কজের কথা স্বীকার করে নিয়ে দিলীপ ঘোষ বলেন, আমার ভাষা প্রয়োগ নিয়ে অনেকের আপত্তি আছে। আমার নেতৃত্বও বলেছে অসংসদীয়। সে জন্য আমি দুঃখিত। মুখ্যমন্ত্রীর বিষয়ে আমার ব্যক্তিগত কোনও ক্লেশ, ক্রোধ নেই।

কিন্তু ওনার দলের নেতা আমার দলের বিধায়কের পরিবারের বাবাকে উদ্দেশ্য করে আপত্তিকর কথা বলবেন, সেটা কী করে হয়। উনি পুরুষ বলে কি কোনও সম্মান নেই ? শো-কজের উত্তর আমি দেব।

গতকাল দিলীপ ঘোষকে পাঠানো চিঠিতে বিজেপি কেন্দ্রীয় নেতৃত্ব লিখেছে, আপনি এ দিন মুখ্যমন্ত্রীকে উদ্দেশ্য করে যে মন্তব্য করেছেন তা অশোভনীয় এবং অসংসদীয়৷ এই ধরনের মন্তব্য বিজেপির পরম্পরার বিরোধী এবং দল কোনওভাবেই অনুমোদন করে না৷ দল যে এই ধরনের মন্তব্যকে অনুমোদন করে না তাও স্পষ্ট ভাষায় দিলীপকে জানিয়ে দেওয়া হয়েছে৷

ভবিষ্যতে এই ধরনের মন্তব্য থেকে বিরত থাকার জন্যও দিলীপ ঘোষকে পরামর্শ দিয়েছে বিজেপি শীর্ষ নেতৃত্ব৷ প্রসঙ্গত , মেদিনীপুরের বিদায়ী সাংসদকে এবার বর্ধমান-দুর্গাপুর থেকে প্রার্থী করেছে দল৷ ফলে এমনিতেই কিছুটা চাপে ছিলেন দিলীপ৷

আরও পড়ুন ::

Back to top button