রাজ্য

নির্দ্বিধায় ভোট দিতে পারবেন রাজ্যের সরকারি কর্মীরা – বিশেষ ব্যবস্থা নিল নবান্ন

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নির্দ্বিধায় ভোট দিতে পারবেন রাজ্যের সরকারি কর্মীরা – বিশেষ ব্যবস্থা নিল নবান্ন

আগামী ১৯ এপ্রিল থেকে ১ জুন পর্যন্ত মোট সাত দিন হবে ভোট প্রক্রিয়া। এরপর গণনা হবে ৪ জুন। এই পুরো প্রক্রিয়ায় সরকারি কর্মীদের যাতে কোনও অসুবিধা না হয়, তাঁরা যাতে বিনা বাধায় ভোট দিতে যেতে পারেন, সেই কারণেই এবার ছুটি ঘোষণা করা হল রাজ্য সরকারের তরফে।

বৃহস্পতিবার ছুটির সেই বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। শুধুমাত্র লোকসভা ভোট নয়, উপ নির্বাচন থাকলেও সংশ্লিষ্ট কেন্দ্রের অফিস, স্কুল বন্ধ রাখা হবে।

লোকসভা নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করা হয়েছে ইতিমধ্যেই। দেশ জুড়ে মোট সাত দফায় ভোট হবে। বাংলার ৪২ টি আসনকেও সাত দফায় ভাগ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যে দিন যে কেন্দ্রে ভোট হবে, সেই এলাকায় সেই অঞ্চলের সব সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

শ্রম দফতরের তরফে জানানো হয়েছে, বিভিন্ন কারখানা বা চা বাগানে কর্মরত শ্রমিকেরাও ভোট দিতে যেতে পারবেন। যাঁরা নিজের কেন্দ্রের বাইরে অন্য কোথাও কাজ করেন, তাঁরা স্পেশাল লিভ বা বিশেষ ছুটি নিয়ে ভোট দিতে যেতে পারবেন।

আরও পড়ুন ::

Back to top button