রাজনীতিরাজ্য

সিপিএমকে তৃণমূলের ‘বি টিম’ – যাদবপুর থেকে ‘সেকু’ ও ‘মাকু’ উৎখাতের ডাক দিলেন শুভেন্দু

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

Suvendu Adhikari : সিপিএমকে তৃণমূলের ‘বি টিম’ – যাদবপুর থেকে ‘সেকু’ ও ‘মাকু’ উৎখাতের ডাক দিলেন শুভেন্দু - West Bengal News 24

বৃহস্পতিবার বিকেলে যাদবপুরের বিজেপি প্রার্থী অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে নির্বাচনী প্রচার সভা করেন বিরোধী দলনেতা শুভেন্দু। সেখান থেকেই তিনি অনির্বাণবাবুর ব্যক্তিত্বের কথা তুলে ধরে জানান, অনির্বাণ গঙ্গোপাধ্যায় কোথাও আবেদন করেননি প্রার্থী হওয়ার জন্য।

শুভেন্দু বলেন, ‘বিজেপির সর্বোচ্চ নেতৃত্ব এই কেন্দ্রে তাঁকে প্রার্থী করেছে, যাতে যাদবপুর কেন্দ্রে সেকু ও মাকু দুটি দলকে নির্বাচনে আমরা শেষ করে দিতে পারে।’

এদিনের নির্বাচনী সভা থেকে সিপিএম ও তৃণমূলকে একযোগে নিশানা করেন বিরোধী দলনেতা। সিপিএমকে তৃণমূলের ‘বি টিম’ বলেও আক্রমণ শানান। এদিন ফের একবার ‘নো ভোট টু মমতা’ ইস্যুতে সরব হলেন শুভেন্দু।

অতীতের নির্বাচনে যে অ-বিজেপি মঞ্চ থেকে ‘নো ভোট টু বিজেপি’ স্লোগান তোলা হয়েছিল, কিন্তু তাতেও যে বিশেষ কোনও লাভ হয়নি, সে কথাও স্মরণ করিয়ে দেন শুভেন্দু।

যাদবপুরে বিজেপির বাজি অনির্বাণ গঙ্গোপাধ্যায়ের উপরেই। তিনি শ্যামাপ্রসাদ ফাউন্ডেশনের কর্ণধার। শুভেন্দু এদিন বলেন, ‘শ্যামাপ্রসাদ মুখার্জির কর্মকাণ্ড, নীতি, চিন্তা, বাণী গোটা ভারতে ছড়িয়ে দেওয়ার কাজ যিনি করেন, তিনি অনির্বাণ গঙ্গোপাধ্যায়।’

উল্লেখ্য, এবারের লোকসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ আসন হতে চলেছে যাদবপুর। তৃণমূল এখান থেকে প্রার্থী করেছে যুব তৃণমূলের রাজ্য সভানেত্রী সায়নী ঘোষকে। যাদবপুরের ভোট ময়দানে লাল নিশানের ধ্বজা ধরেছেন সিপিএমের যুব নেতা সৃজন ভট্টাচার্য।

আরও পড়ুন ::

Back to top button