প্রযুক্তি

হোলির পরেও ফোনে হোলি বাম্পার অফার? জালিয়াতি থেকে সাবধান

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

হোলির পরেও ফোনে হোলি বাম্পার অফার? জালিয়াতি থেকে সাবধান

হোলি কেটে গেলেও হোলি স্পেশ্যাল ডাটা প্যাক নিয়ে মিডিয়া অ্যাপ এবং হোয়াটস অ্যাপ মেসেজে প্রচার করা হচ্ছে। তাতে বিনামূল্যে রিচার্জের কথা বলা হচ্ছে। একদম এই ফাঁদে পা দেবেন না। আপনি যদি এই ধরনের জালিয়াতির শিকার হন, তাহলে সঙ্গে সঙ্গে তার অভিযোগ জানাতে পারেন।

স্বরাষ্ট্র মন্ত্রক কর্তৃক পরিচালিত সাইবার দোস্তের এক্স হ্যান্ডেলে একটি পোস্ট করা হয়েছে। আর তাতে জনসাধারণকে সতর্ক করা হয়েছে। এগুলো ভুয়ো অফার। লোভে পড়ে এই ধরনের ফাঁদে পা দিয়ে ফেলবেন না। নাহলে ব্যাঙ্ক ব্যালেন্স শূন্য হতে কয়েক মিনিটও সময় নেবে না।

হোলির পরেও ফোনে হোলি বাম্পার অফার? জালিয়াতি থেকে সাবধান

একটি ভাইরাল পোস্টে বলা হয়েছে যে, Jio তিন বছর পূর্ণ করেছে এবং এটি উদযাপনের জন্য ব্যবহারকারীদের 555 টাকার একটি ফ্রি রিচার্জ প্ল্যান দিচ্ছে। রিচার্জের সুবিধা দেখার জন্য বা রিচার্জ করার জন্য সেই মেসেজে একটি লিঙ্কও শেয়ার করা হচ্ছে।

কিন্তু এই ধরনের কোনও অফার বা কোনও লিঙ্কে ভুল করেও ক্লিক করবেন না। মনে রাখবেন, এই অফার কেলেঙ্কারি শুধু Jio-এর নামেই নয়, Vodafone-Idea, Airtel-এর নামেও হতে পারে। এরকম কোনও ফ্রি অফার দেখলে নিজে গিয়ে অফিসিয়াল সাইট থেকে চেক করে নিন।

আরও পড়ুন ::

Back to top button