রাজনীতিরাজ্য

রায়গঞ্জ-বালুরঘাটে জোড়া সভা, কেষ্টহীন বীরভূমে কি বার্তা মমতার ? নজর রাজনৈতিক মহলের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রায়গঞ্জ-বালুরঘাটে জোড়া সভা, কেষ্টহীন বীরভূমে কি বার্তা মমতার ? নজর রাজনৈতিক মহলের

শেষ প্রথম দফার প্রচার – অনুব্রতহীন বীরভূম থেকেই প্রচার শুরু করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তারাপীঠ মন্দিরে পুজো দিয়েই শুরু হবে মুখ্যমন্ত্রীর দ্বিতীয় দফার প্রচার। দ্বিতীয় দফায় নির্বাচনী প্রচার শুরু করতে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পরেও উত্তরবঙ্গের সঙ্গে কেন্দ্র কতটা বঞ্চনা করেছে সেই বার্তা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৩ শে এপ্রিল তারাপীঠ মন্দিরে পুজো দিয়ে বীরভূম লোকসভা কেন্দ্রে নির্বাচনী জনসভা করবেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২৪ শে এপ্রিল বোলপুর লোকসভা কেন্দ্রের অধীনে আউশগ্রামে সভা করবেন মমতা।

বালুরঘাটে বিপ্লব মৈত্রের সমর্থনে হরিরামপুর হাসপাতালে মাঠে সভা করবেন মমতা। আজ ১৮ এপ্রিল উত্তরবঙ্গেই ফের সভা মমতার। রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে ইসলামপুর স্টেডিয়াম মাঠে সভা করবেন মুখ্যমন্ত্রী।

এই লোকসভার সাতটি বিধানসভা রায়গঞ্জ, কালিয়াগঞ্জ, হেমতাবাদ, করনদিঘি, চাকুলিয়া, গোয়ালপোখর, ইসলামপুর। গত বিধানসভায় কালিয়াগঞ্জে বিজেপি জেতে, পরে বিধায়ক সৌমেন রায় তৃণমূলে যোগ দেন, আবারও কিছুদিন আগে বিজেপিতে ফিরে আসেন তিনি।

রায়গঞ্জে ৪০ শতাংশের ওপর ভোট পেয়ে বিজেপির দেবশ্রী চৌধুরী জেতেন। তৃণমূলের কানহাইলাল আগরওয়াল ৩৫ শতাংশের ওপর ভোট পান। সিপিএমের মহম্মদ সেলিম ১৪ শতাংশের ওপর ভোট পান। কংগ্রেসের দীপা দাশমুন্সি সাড়ে ছয় শতাংশের সামান্য বেশি ভোট পান।

২২ শে এপ্রিল বালুরঘাট এ সভা করার পরই বীরভূম যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত লোকসভায় উত্তরবঙ্গ বিজেপিকে ঢেলে ভোট দেওয়ার সভা করবেন বর্ধমান – দুর্গাপুর লোকসভা কেন্দ্রেও। তাৎপর্যপূর্ণ এই লোকসভা কেন্দ্র থেকেই এবারে বিজেপির প্রার্থী বিজেপির প্রাক্তন রাজ্যে সভাপতি দিলীপ ঘোষ।

আরও পড়ুন ::

Back to top button