কোচবিহার

ভোট শুরুর আগেই কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যু

ভোট শুরুর আগেই কোচবিহারে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের অস্বাভাবিক মৃত্যু

কোচবিহার মাথাভাঙায় নির্বাচনের আগে এক সিআরপিএফ জাওয়ানের রহস্য মৃত্যু কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

জানা যায় মৃত জওয়ানের নাম নীলেশ কুমার নীলু (‌৪২)‌।

তিনি বিহার থেকে মাথাভাঙ্গা বেলতলা এলাকায় একটি স্কুলে ভোটের ডিউটিতে এসেছিলেন। তিনি QRT টীমের সদস্য ছিলেন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গভীর রাতে কুমার নীলুকে অসুস্থ অবস্থায় মাটিতে পড়ে থাকতে দেখেছিলেন তাঁর সহকর্মীরা। তাঁর মুখ দিয়ে রক্ত বের হচ্ছিল। তাঁকে দ্রুত উদ্ধার করে মাথাভাঙা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

কেন্দ্রীয় বাহিনীর জওয়ানের মৃত্যু ঘিরে ধোঁয়াশা তৈরি হয়েছে। দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ স্পষ্ট নয়।

চিকিৎসকদের প্রাথমিক অনুমান, হৃদরোগে আক্রান্ত হয়েই মৃত্যু হয়েছে ওই কেন্দ্রীয় বাহিনী জওয়ানের।

নির্বাচন কমিশন এই ঘটনাটির তদন্ত করছে এবং সার্বক্ষণিক নজর রেখেছে।

প্রথম দফার ভোটগ্রহণের আগে কোচবিহার জেলায় এই ঘটনা উত্তেজনা বাড়িয়ে তুলেছে। স্বাভাবিক ভাবে এই ঘটনায় স্থানীয়দের মধ্যে চাঞ্চল্য তৈরি হয়েছে।

Back to top button