অর্থনীতি

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ককে নিয়ে বড়সড় পদক্ষেপ নিল RBI, বন্ধ হল বেশকিছু পরিষেবা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কোটাক মহিন্দ্রা ব্যাঙ্ককে নিয়ে বড়সড় পদক্ষেপ নিল RBI, বন্ধ হল বেশকিছু পরিষেবা

আপাতত অনলাইনে নতুন গ্রাহকদের সংযুক্তি করতে পারবে না কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৷ অর্থাৎ মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ও অনলাইনের মাধ্যমে নতুন গ্রাহকদের সংযুক্তি করতে পারবে না এই ব্যাঙ্ক। এ ছাড়া নয়া ক্রেডিট কার্ডও আপাতত ইস্যু করতে পারবে না কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ৷

দেশে লোকসভা ভোটের আবহে বড় নির্দেশিকা জারি করল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্কের উপর বেশ কিছু বিধি নিষেধ আরোপ করল আরবিআই ৷ ২০২২-২৩ সালের আইটি যাচাইয়ের পরই এই পদক্ষেপ। তবে আরবিআই জানিয়েছে যে কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক ক্রেডিট কার্ড-সহ তার বিদ্যমান গ্রাহকদের সমস্ত পরিষেবা অব্যাহত রাখতে পারবে।

ক্রেডিট কার্ড ও গ্রাহক পরিষেবা নিয়ে আরও একটা বিষয় স্পষ্ট করেছে রিজার্ভ ব্যাঙ্ক। তারা জানিয়েছে, কোটাক মাহিন্দ্রা ব্যাঙ্ক শুধু নতুন ক্রেডিট কার্ড ইস্যু ও অনলাইনে নতুন গ্রাহক সংযুক্তি থেকেই আপাতত বিরত থাকবে।

কোটাক মাহিন্দ্রাকে আরবিআই নির্দেশ দিয়েছে, তাদের মোবাইল ব্যাঙ্কিং অ্যাপ ও অনলাইনের মাধ্যমে গ্রাহক সংযুক্তি করা আপাতত বন্ধ রাখতে ৷ শীর্ষ ব্যাঙ্কের পক্ষ থেকে আইটি পরীক্ষার পরই এই পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন ::

Back to top button