জাতীয়

১২৭ বছরের পুরনো গোদরেজ গ্রুপ ভেঙে দুই টুকরো !

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

১২৭ বছরের পুরনো গোদরেজ গ্রুপ ভেঙে দুই টুকরো !

১২৭ বছরের পুরনো সেই গোদরেজ গ্রুপ ভেঙে দুই টুকরো হয়ে গেল। সম্পত্তির সঙ্গে সঙ্গে গোদরেজ গ্রুপের অধীনে থাকা সমস্ত ফার্ম ও কোম্পানিও ভাগাভাগি হয়ে গেল গোদরেজ পরিবারে মধ্যে। উল্লেখ্য , বাড়িতে আসা সাবান থেকে শুরু করে আসবাবপত্র বা দরজার লক বলতেই যে সংস্থার নাম মনে আসে সেটা হল গোদরেজ গ্রুপ।

গোদরেজের প্রতিষ্ঠাতা পরিবারের মধ্যে আদি গোদরেজ (৮২) ও তাঁর ভাই নাদির (৭৩) কোম্পানির এক ভাগ পেয়েছেন, তাদের খুড়তুতো আত্মীয় জামসেদ গোদরেজ (৭৫) ও স্মিতা গোদরেজ (৭৪) পেয়েছেন বাকি ভাগটা। গোদরেজ গ্রুপের বিশাল কনগ্লোমারেটের মধ্যে আদি গোদরেজ ও তাঁর ভাই নাদির পেলেন গোদরেজ ইন্ডাস্ট্রিজ। তাঁদের খুড়তুতো ভাই-বোন জামসেদ ও স্মিতা পেলেন গোদরেজ অ্যান্ড বয়স। একইসঙ্গে তাদের ঝুলিতে মুম্বইয়ের বিশাল জমি, ল্যান্ড ব্য়াঙ্কও এসেছে।

গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের অধীনে থাকা গোদরেজ ইন্ডাস্ট্রিজ, গোদরেজ কনজিউমার প্রোডাক্টস, গোদরেজ প্রপার্টিজ, গোদরেজ অ্যাগ্রোভেট ও অ্যাসটেক লাইফসায়েন্সের মালিকানা থাকবে নাদির গোদরেজের অধীনে। তিনি চেয়ারপার্সন পদে থাকবেন। আদি, নাদির ও তার পরিবারই এই ব্যবসাগুলি দেখবেন। আদির ছেলে পিরোজসা গোদরেজ (৪২) গোদরেজ ইন্ডাস্ট্রিজ গ্রুপের এগজেকিউটিভ হবেন। ২০২৬ সালের অগস্ট মাসে তিনি চেয়ারপার্সন পদে দায়িত্ব নেবেন।

গোদরেজ এন্টারপ্রাইজ, যার অন্তর্গত গোদরেজ অ্যান্ড বয়স রয়েছে, তা নিয়ন্ত্রণ করবেন জামসেদ গোদরেজ। এর মধ্যে এরোস্পেস থেকে এভিয়েশন, প্রতিরক্ষা, আসবাবপত্র ও আইটি সফটওয়্যার থাকবে। জামসেদ গোদরেজ এর চেয়ারপার্সন ও ম্যানেজিং ডিরেক্টর হবেন। তাঁর বোন স্মিতার কন্যা নাইরিকা হোলকার (৪২) এগজেকিউটিভ ডিরেক্টর পদে থাকবেন। এদের মালিকানার অন্তর্গত হবে মুম্বইয়ের ৩৪০০ একরের জমিও।

আরও পড়ুন ::

Back to top button