রাজ্য

বাংলায় হানা দিল করোনা – কোভিডের নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত ৩০

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বাংলায় হানা দিল করোনা - কোভিডের নয়া ভ্যারিয়েন্টে আক্রান্ত ৩০

রাজ্যের অন্তত ৩০ জনের শরীরে করোনা ভাইরাসের নতুন উপপ্রজাতির হদিশ মিলেছে। মহারাষ্ট্র, কেরল, কর্নাটকের পর এবার বাংলা। খোঁজ মিলল করোনার নতুন উপপ্রজাতির। তবে কি আবার মাস্কে মুখ ঢেকে বেরতে হবে আমজনতাকে? যদিও মাস্ক পরে বের হওয়া নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক এখনও কিছু জানায়নি।

স্বাস্থ্যমন্ত্রক সূত্রে খবর, এখনও পর্যন্ত সারা দেশে ২৭২ জন নতুন উপপ্রজাতির করোনা ভাইরাস অর্থাৎ কেপি.২ দ্বারা আক্রান্ত হয়েছেন। যার মধ্যে বাংলা থেকে যাওয়া ৩০টি নমুনা রয়েছে। গত এক সপ্তাহে পাঁচজনের দেহে কোভিড ভাইরাস মিলেছে।

উল্লেখ্য , গত এক সপ্তাহে পাঁচজনের দেহে কোভিড ভাইরাস মিলেছে। ইতিমধ্যেই হাসপাতালে ভর্তি করা হয়েছে কয়েকজনকে। উল্লেখ্য, গত কয়েকদিন ধরেই মহারাষ্ট্রে কোভিড আক্রান্তের সংখ্যা বাড়তে শুরু করেছে। তার মধ্যেই শহরে নতুন করে কোভিড আতঙ্ক ছড়াচ্ছে।

আরও পড়ুন ::

Back to top button