জাতীয়

কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে মোদি – চাঞ্চল্যকর দাবি পিকের

BJP : কড়া চ্যালেঞ্জের মুখে পড়বে মোদি – চাঞ্চল্যকর দাবি পিকের - West Bengal News 24

এত কিছুর পরও ২০২৪-এ মোদির ক্ষমতায় ফেরা নিয়ে সংশয় নেই। ৪০০ আসনের প্রত্যাশা পূরণ করতে না পারলেও শ’তিনেক আসন বিজেপি ঠিকই পাবে। এক দশকে প্রথমবার বড়সড় চ্যালেঞ্জের মুখে ‘ব্র্যান্ড মোদি’। স্রেফ প্রধানমন্ত্রীর মুখ দেখে আর ভোট দিচ্ছেন না সাধারণ মানুষ।

বরং সরকারের বিরুদ্ধে চরম অসন্তোষ রয়েছে। দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে এমনটাই পর্যবেক্ষণ প্রশান্ত কিশোরের। পিকের কথায়, “যে দেশের ৬০ কোটি মানুষ এখনও দিনে ১০০ টাকার বেশি রোজগার করতে পারে না, সেখানে সরকার বিরোধী হাওয়া কখনও দুর্বল হতে পারে না।” বিজেপি (BJP) ৪০ শতাংশ ভোট পাচ্ছে মানেও আরও ৬০ শতাংশ মানুষ অখুশি।

২০১৪ এবং ২০১৯ সালে মোদির প্রতি যে বিশাল জনসমর্থন ছিল, সেটা এবার নেই। দেশের প্রথম সারির ভোটকুশলী তথা রাজনৈতিক কর্মীর কথায়, কোনও বিরোধী দল বা কোনও বিরোধী জোট দুর্বল হতে পারে। সরকারের প্রতি বিরোধিতা কখনও দুর্বল হয় না।

আরও পড়ুন ::

Back to top button