অর্থনীতি

কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যের জন্য দরাজ রিজার্ভ ব্যাঙ্ক

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কেন্দ্রীয় সরকারের আর্থিক সাহায্যের জন্য দরাজ রিজার্ভ ব্যাঙ্ক

আগামী অর্থবর্ষে কেন্দ্রকে প্রায় ১ লক্ষ কোটি টাকা অর্থ সাহায্য করতে চলেছে ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক। সূত্রের খবর , আসলে এই মুহূর্তে বিভিন্ন জনকল্যাণমুখী প্রকল্প চালাতে বেশ বেগ পেতে হচ্ছে কেন্দ্রকে। কেন্দ্রের তরফে ট্রেজারি বিলের মাধ্যমে বা বাজার থেকে টাকা তুলে সেই ঘাটতি পূরণের চেষ্টা করা হচ্ছে।

সূত্রের দাবি, শীর্ষ ব্যাংকের লভ্যাংশ অর্থাৎ সারপ্লাস থেকে সরকারকে এই বিপুল অঙ্কের টাকা দেওয়া হবে। এটাই প্রথম নয় , গতবছরও একইভাবে ৮৭ হাজার কোটি টাকা দেওয়া হয়েছিল কেন্দ্রকে। এর আগে ২০১৯ নির্বাচনের মুখেও একইভাবে প্রায় ২৮ হাজার কোটি টাকা সারপ্লাস রিজার্ভ ব্যাঙ্ক থেকে গিয়েছিল কেন্দ্রের খাতায়।

ভোটের আগে শেষ বাজেটে একাধিক জনকল্যাণমুখী প্রকল্প ঘোষণা করেছে কেন্দ্রের নরেন্দ্র মোদি সরকার। বিশেষ করে ৮০ কোটি মানুষকে নিয়মিত রেশন দেওয়ার যে প্রকল্প বাজেটে ঘোষণা করা হয়েছে সেই প্রকল্পের জন্য মোটা অঙ্কের অর্থ প্রয়োজন।

আরও পড়ুন ::

Back to top button