জাতীয়

বন্ধু নবীন পট্টনায়ককে কেন আচমকা আক্রমণ মোদীর ?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বন্ধু নবীন পট্টনায়ককে কেন আচমকা আক্রমণ মোদীর ?

এবার জগন্নাথ মন্দিরের রত্নভাণ্ডারের চাবি হারিয়ে যাওয়া নিয়েও নবীন পট্টনায়কের নেতৃত্বাধীন সরকারকে তোপ দাগলেন। মোদির কথায় বিজেডি শাসনে নিরাপদ নয় পুরীর ঐতিহাসিক মন্দির।

৪ জুন বিজেডি (BJD) সরকারের ‘এক্সপায়ারি ডেট’। ওড়িশায় ভোটপ্রচারে এই ভাষাতেই ‘বন্ধু’ বিজেডিকে বেনজির আক্রমণ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সিএএ, দিল্লি সার্ভিস বিলের মতো একাধিক বিল পাশের সময় মোদি সরকারের পাশে থেকেছে নবীনের দল। সেই ‘বন্ধু’কে আচমকা তোপ দাগার পিছনে কোন রাজনৈতিক অঙ্ক মোদির ?

গত ৬ মে ওড়িশায় প্রচারে মোদি বলেছিলেন, ‘ওড়িশায় উর্বর কৃষিজমি, জল, খনিজ পদার্থ, সমুদ্র উপকূল রয়েছে। ইতিহাস, সংস্কৃতি রয়েছে। ২০১৮ সালে ওড়িশা হাইকোর্ট সরকারকে মন্দিরের রত্নভাণ্ডার খোলার নির্দেশ দেয়। যদিও রত্ন ভাণ্ডারের চাবি পাওয়া যায়নি বলে তা সম্ভব হয়নি। এই ঘটনায় রাজ্যবাসী ক্ষুব্ধ হয়।

আরও পড়ুন ::

Back to top button