প্রযুক্তি

১৪ জুনের পর অকেজো হয়ে যাবে আপনার আধার কার্ড? জানুন সত্যিটা

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

১৪ জুনের পর অকেজো হয়ে যাবে আপনার আধার কার্ড? জানুন সত্যিটা

১৪ জুনের পর অকেজো হয়ে যাবে আপনার আধার কার্ড ? বৈধতা থাকবে কার্ডটির ? শুরু হয়েছে এমন জল্পনা। ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া কর্তৃপক্ষ এই দাবিগুলি স্পষ্টভাবে খারিজ করে দিয়েছে। তারা সাফ জানিয়েছে, ১০ বছর ধরে যদি আধার কার্ড আপডেট না করা হয়, তাহলেও কার্ডগুলি নিষ্ক্রিয় হবে না।

এবার দেখে নেওয়া যাক, অনলাইনে কীভাবে আধার কার্ড আপডেট করবেন : –

১. UIDAI-এর সেল্ফ-সার্ভিস আপডেট পোর্টাল, https://ssup.uidai.gov.in/ssup/ -এ ক্লিক করুন।

২. ‘লগইন’- এ ক্লিক করুন এবং আপনার ১২-সংখ্যার অনন্য আধার নম্বর এবং ক্যাপচা কোড লিখুন।

৩. তারপর ‘সেন্ড ওটিপি’-তে ক্লিক করুন। আপনার আধারের সঙ্গে লিঙ্ক করা মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে। সেই ওটিপি নির্দিষ্ট জায়গায় লিখুন।

৪. এখন সার্ভিস ট্যাবে ‘আপডেট আধার অনলাইন’ সিলেক্ট করুন।

৫. ‘প্রসিড টু আপডেট আধার’-এ ক্লিক করুন এবং আপনি যে তথ্য পরিবর্তন করতে চান তা সিলেক্ট করুন।

আরও পড়ুন :: ১০ বছরের মধ্যেই বিলুপ্ত হবে স্মার্টফোন, কিন্তু কেন জানেন?

ইউনিক আইডেন্টিফিকেশন অথরিটি অব ইন্ডিয়া কর্তৃপক্ষ জানিয়েছে, অনলাইনে আধার নম্বর আপডেট বিনামূল্যেই করা যাবে।

তবে, আধার পরিষেবা কেন্দ্রে গিয়ে আধার কার্ড আপডেট করতে গেলে টাকা দিতে হবে। ধরা যাক, কারও ফোন নম্বর, আধার কার্ডের সঙ্গে লিঙ্ক করা নেই। সেই ক্ষেত্রে তাদের সেবা কেন্দ্রে গিয়েই আধার তথ্য আপডেট করতে হবে। আর এই ক্ষেত্রে আপডেটের জন্য তাদের অতিরিক্ত মূল্য দিতে হবে।

কেন্দ্র জানিয়েছিল, ১৪ জুন থেকে বিনামূল্যে আধার কার্ডের তথ্য আপডেট করা যাবে। এর আগে ১৪ মার্চ পর্যন্ত আধার তথ্য আপডেট করার সময়সীমা ধার্য করা হয়েছিল। পরে সেই সময়সীমা ১৪ জুন পর্যন্ত বাড়ানো হয়।

কেন্দ্রের এই নির্দেশকে কেন্দ্র করেই গুজব ছড়িয়েছে, ১০ বছরের বেশি সময় আপডেট না করলে, ১৪ জুনের পর থেকে আধার কার্ডগুলি অবৈধ হয়ে যাবে।

আরও পড়ুন ::

Back to top button