জাতীয়

বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন মোদী, ৪৫ ঘণ্টা কি উপবাসে থাকবেন প্রধানমন্ত্রী?

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

বিবেকানন্দ রকে ধ্যানমগ্ন মোদী, ৪৫ ঘণ্টা কি উপবাসে থাকবেন প্রধানমন্ত্রী?

বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়েছে মোদীর ধ্যানমগ্ন ছবি। গেরুয়া বসনে বিবেকান্দ রকের ধ্যানে বসেছেন তিনি। আগামী ৪৫ ঘণ্টা ধ্যানমগ্ন থাকবেন মোদী। কিন্তু খাবেন কি।

৪৫ ঘণ্টা কি উপবাসে কাটাবেন প্রধানমন্ত্রী। অন্ন,ফল সবকিছু ত্যাগ করেই কি ধ্যান চালিয়ে যাবেন তিনি। আগে শোনা যেত সন্ন্যাসীরা নিরবিচ্ছিন্ন ধ্যানে বসেন সন্ন্যাসীরা। প্রধানমন্ত্রী মোদীও কি সেই পথ অনুসরণ করবেন। শোনা যাচ্ছে যে ৪৫ ঘণ্টা প্রধানমন্ত্রী ধ্যান করবেন সেই ৪৫ ঘণ্টা তিনি তরল পানীয় খাবেন। অর্থাৎ জল, ফলের রস, ওআর সহ সহ তরল খাদ্য গ্রহণ করবেন। সেই সঙ্গে এই ৪৫ ঘণ্টা তিনি মৌনব্রতও পালন করবেন।

গতকাল বিকেলে শেষ দফার নির্বাচনের প্রচার শেষ হওয়ার পরেই হেলিকপ্টারে কন্যাকুমারীতে পৌঁছে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী গতকাল সন্ধে ৬টা ৪৫ মিনিট থেকে বিবেকানন্দ রকে ধ্যানে বসেছেন তিনি। তার আগে ভগবতী আম্মামের মন্দিরে পুজো দেন তিনি। সেখান থেকে বিবেকানন্দ রকে গিয়ে ধ্যানে বসেন প্রধানমন্ত্রী মোদী।

সোশ্যাল মিডিয়ায় তাঁর ধ্যানমগ্ন ছবি ছড়িয়ে পড়েছে। আগামীকাল অর্থাৎ ১ তারিখ পর্যন্ত ধ্যান করবেন তিনি। এই সময় মৌনব্রত পালন করবেন প্রধানমন্ত্রী মোদী। ১৩১ বছর আগে এইখানেই ধ্যান করে পরমজ্ঞান লাভ করেছিলেন স্বামী বিবেকানন্দ। তিন সাগরের সঙ্গমে অবস্থিত এই বিবেকানন্দ রক। ভারত মহাসাগর, আরব সাগর আর বঙ্গোপসাগরের সঙ্গমস্থলে কন্যাকুমারীর এই বিবেকান্দ রক।প্রসঙ্গত উল্লেখ্য প্রধানমন্ত্রী মোদীর ধ্যানে বসার জন্য ১ তারিখ পর্যন্ত কন্যাকুমারীর বিবেকান্দ রকে কোনও পর্যটক প্রবেশ করতে পারবে না। এমনকী কন্যাকুমারীর সমুদ্রতীরবর্তী কোনও হোটেলে পর্যটকদের থাকতে দেওয়া হচ্ছে। সমুদ্রে মোতায়েন রয়েছে উপকূলরক্ষী বাহিনীর জাহাজ। গোটা কন্যাকুমারী নিরাপত্তা বলয়ে মুড়ে ফেলা হয়েছে।

প্রধানমন্ত্রীর ধ্যানের বসার কর্মসূচি নিয়ে বিরোধীরা সরব হয়েছে। তাঁরা নির্বাচন কমিশনে গিয়ে আবেদন করেছিলেন যেন মোদীর ধ্যানমগ্ন ছবি বা ভিস্যুয়াল সোশ্যাল মিডিয়ায় বা সংবাদ মাধ্যমে প্রকাশ না করা হয়। কারণ এতে ভোটাররা প্রভাবিত হতে পারেন। ধর্মকে সামনে রেখে রাজনীতি করছে বিজেপি এমনই অভিযোগ করেছিলেন তাঁরা। কিন্তু কমিশন তাতে কোনও পদক্ষেপ করেনি।

বহস্পতিবার বিকেল থেকে শুক্রবার সকাল পর্যন্ত ছড়িয়ে পড়েছে মোদীর ধ্যানমগ্ন একাধিক ছবি। যদিও এই প্রথম নয় এর আগে ২০১৯ সালে কেদারনাথে গুহায় একান্তবাসে ছিলেন প্রধানমন্ত্রী মোদী। তাই নিয়েও বিরোধীরা সরব হয়ছিলেন। তবে প্রধানমন্ত্রী মোদী নন আজ থেকে অমিত শাহ থেকে রাজনাথ সিং সকলেই মন্দিরে যােবন পুজো করবেন।

আরও পড়ুন ::

Back to top button