জাতীয়

ক্ষমতায় ফিরছে মোদী সরকার! বুথফেরত সমীক্ষায় চাঙ্গা শেয়ার বাজার, ২,০০০ পয়েন্ট উঠল সেনসেক্স

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

ক্ষমতায় ফিরছে মোদী সরকার! বুথফেরত সমীক্ষায় চাঙ্গা শেয়ার বাজার, ২,০০০ পয়েন্ট উঠল সেনসেক্স

দেশে গঠন হবে তৃতীয় মোদী সরকার। সাত দফার ভোটপর্বের শেষে বেশির ভাগ বুথ ফেরত সমীক্ষা বলছে, ৩৫০-এর বেশি আসন পাবে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ। আর সেই হিসাব বেরোতেই নতুন উচ্চতায় উঠল ভারতের শেয়ার বাজার।

২,০০০ পয়েন্ট উঠল সেনসেক্স। রেকর্ড লাফ দিয়ে উঠেছে নিফটিও। গত সপ্তাহের প্রথম চার দিনে সেনসেক্স ১৫২৫ পয়েন্ট পড়ে গিয়েছিল। শনিবার এবং রবিবার ভারতের শেয়ার বাজার বন্ধ থাকে। প্রভাব বোঝা গেল সোমবার সকাল হতেই।

সোমবার বেচাকেনা শুরু হওয়ার ১৫ মিনিট আগে অর্থাৎ, ‘প্রি-ওপেন সেশনে’ (৯টা-৯টা ১৫ মিনিট) নিফটি ৮০০ পয়েন্ট বা ৩.৫৮ শতাংশ বৃদ্ধি পেয়ে ২৩,২২৭.৯০ এ পৌঁছয়। অন্যদিকে, ২,৬২১.৯৮ পয়েন্ট বা ৩.৫৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ৭৬,৫৮৩.২৯ শতাংশে পৌঁছয় সেনসেক্স। উল্লেখযোগ্য ভাবে বৃদ্ধি পেয়েছে আদানি পোর্টস, আদানি এন্টারপ্রাইজ়, পাওয়ার গ্রিড, শ্রীরাম ফিনান্স এবং এনটিপিসির মতো বড় সংস্থাগুলির শেয়ার দর।

এনডিএ-র ‘চারশো পার’ স্লোগানে কয়েক দিন আগেই ৭৫,০০০ পেরিয়ে নজির গড়েছিল সেনসেক্স। লেনদেন চলাকালীন এক দিন সেনসেক্স ৭৬,০০০ পার করেছিল। তবে এর পরেই আশঙ্কা গ্রাস করে লগ্নিকারীদের। জল্পনা ছড়ায়, আশার তুলনায় কম আসন পেতে পারে বিজেপি। ফলে পতন শুরু হয়।

তবে এই প্রসঙ্গে কী বলছেন বিশেষজ্ঞেরা? ‘প্রফিট আইডিয়া’র প্রতিষ্ঠাতা তথা ম্যানেজিং ডিরেক্টর বরুণ আগরওয়ালের কথায়, ‘‘উল্লেখযোগ্য ভারতের ’২৪ অর্থবর্ষের কিউ৪ জিডিপি ৭.৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আর্থিক বছরের বৃদ্ধি ৮.২ শতাংশ।’’ তবে আগামীকাল ভোটগণনার ফলাফল প্রকাশিত হওয়া পর্যন্ত শেয়ার বাজার অস্থির থাকবে বলেও মন্তব্য করেছেন বরুণ।

শনিবার লোকসভা নির্বাচনের চূড়ান্ত দফার ভোটগ্রহণ শেষ হয়েছে। আর তার পরেই প্রকাশ্যে এসেছে বুথ ফেরত সমীক্ষা। বুথফেরত সমীক্ষার ইঙ্গিত, শরিকদের নিয়ে তৃতীয় বার কেন্দ্রে সরকার গড়তে চলেছে বিজেপি। সে ক্ষেত্রে সব কিছু ঠিক থাকলে প্রধানমন্ত্রী হবেন নরেন্দ্র মোদী।

আরও পড়ুন ::

Back to top button