জাতীয়

কংগ্রেসের পুনরুত্থানের কান্ডারি – অন্তরালে থেকে লোকসভায় জবাব দিলেন রাহুল

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

কংগ্রেসের পুনরুত্থানের কান্ডারি – অন্তরালে থেকে লোকসভায় জবাব দিলেন রাহুল

ভোট পর্ব জুড়ে প্রায় অন্তরালে থাকা রাহুল গান্ধি আসলে নিঃশব্দে নিজের কাজ করে গিয়েছেন৷ মঙ্গলবার লোকসভা নির্বাচনের ফল সামনে আসার পর আবারও কংগ্রেসের পুনরুত্থানের কান্ডারি বলা হচ্ছে রাহুলকে৷ ভোটের প্রচার পর্ব রাহুলকে অন্তরালে রাখার কৌশল কংগ্রেস সচেতন ভাবেই নিয়েছিল বলে দাবি করা হচ্ছে কংগ্রেস সূত্রে৷ কারণ কোনওভাবে ভোটের ফলে যদি ২০১৯ সালের মতোই বিপর্যয়ের মুখেই পড়ত কংগ্রেস, তাহলে ফের একবার তুমুল সমালোচনার মুখে পড়তে হত তাঁকে৷

হয়তো বা রাহুলের রাজনৈতিক ভবিষ্যৎই তখন প্রশ্নের মুখে পড়ে যেত ৷ কেন রাহুল গান্ধিকে প্রচারে সেভাবে দেখা যাচ্ছে না, তা নিয়েও প্রশ্ন তুলেছিলেন অনেকে৷ এমন কি, ইন্ডিয়া জোট গঠনের সময়ও বিরোধী জোটের মুখ হিসেবে সামনে নিয়ে আসা হয়েছিল মল্লিকার্জুন খাড়গেকে৷

শুধু কংগ্রেস নয়, ইন্ডিয়া জোটকে দেশের দলিত, পিছিয়ে পড়া সম্প্রদায়ের মানুষের প্রতিনিধি হিসেবে তুলে ধরতে সফল হয়েছেন রাহুল৷ রাহুলের মুখে শোনা গিয়েছে মহালক্ষ্মী প্রকল্পের কথা৷ সবথেকে বড় কথা, যে উত্তর প্রদেশ থেকে কার্যত মুছে গিয়েছিল কংগ্রেস, সেখানেই এবার অপ্রত্যাশিত ভাল ফল করেছে কংগ্রেস-সমাজবাদী পার্টির জোট৷

ভোটের প্রচার পর্বে রাহুল গান্ধির মুখে বার বার ক্ষমতায় এলে জাতি গণনার কথা শোনা গিয়েছিল৷ এ ছাড়াও, সম্পদের সম বণ্টনের প্রতিশ্রুতি দিয়েছিলেন রাহুল৷ কংগ্রেসের মধ্যেই অনেক নেতা এই ভাবনার সঙ্গে সহমত ছিলেন না৷ কিন্তু ভোটের ফলে স্পষ্ট, প্রান্তিক শ্রেণির মানুষের সমর্থন পেয়েছে কংগ্রেসের এই প্রতিশ্রুতি৷

এমন কি, গতকাল ভোটের ফল প্রকাশের পর রাহুল নিজেও দাবি করেছেন, দেশের দরিদ্র মানুষ নরেন্দ্র মোদি সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছেন৷ কিন্তু কোন ম্যাজিকে কার্যত ছাইয়ের নীচ থেকে কংগ্রেসকে টেনে তুললেন রাহুল ? কীভাবে ৫২ থেকে বেড়ে কংগ্রেসের আসন সংখ্যা ১০০-র কাছাকাছি পৌঁছল? রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এ সবই রাহুলের নিখুঁত অঙ্কের সুফল৷

আরও পড়ুন ::

Back to top button