জাতীয়

রামমন্দির উদ্বোধন নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

রামমন্দির উদ্বোধন নিয়ে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিস্ফোরক পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী
পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ব্রাহ্মণ হলেও রাম মন্দির উদ্বোধন করা উচিত হয়নি, অয্যোধ্যাবাসী বিজেপিকে সঠিক জবাব দিয়েছে, বোলপুরে প্রবচন দিতে এসে বললেন পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী।

তিনি আরও বলেন, আমার সঙ্গে যারা টক্কোর নিয়েছে শেষ হয়ে গিয়েছে, মোদিজীর উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া।

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের অযোধ্যায় রাম মন্দির উদ্বোধনে যোগ দেননি পুরীর এই শঙ্করাচার্য। বিরোধিতা করে তিনি জানিয়েছিলেন, সঠিক বিধিমেনে রাম মন্দিরের উদ্বোধন হয়নি৷

পুরীর শঙ্করাচার্য নিশ্চলানন্দ সরস্বতী বলেন, অযোধ্যায় মানুষ বিজেপির প্রার্থীকে পরাজিত করে জবাব দিয়ে দিয়েছে। রাম মন্দির উদ্বোধনে যদি ভালো প্রভাব পড়ত তাহলে বিজেপি অযোধ্যায় জিতত, তাই না৷ অযোধ্যাবাসী যে সহমত নয়, তা বুঝিয়ে দিল৷ অলৌকিক আচার না মানলে গণতন্ত্র থাকে না। প্রধানমন্ত্রী ব্রাহ্মণও যদি হত রাজনেতা হওয়ার কারনে তাঁর রাম মন্দির উদ্বোধন করা ঠিক হয়নি।

পুরীর শঙ্করাচার্য আরও বলেন, মোদী এই রকম মনে করেছিল যদি কংগ্রেসের শাসন হয়, রাম মন্দির সরিয়ে দেওয়া হবে। এই ভেবে তড়িঘড়ি রাম মন্দির উদ্বোধন করে দিয়েছে। প্রথমে মোদিজী কংগ্রেসকে দুর্বল মনে করত এই নির্বাচনের আগে৷ আর মনে করবে না।

এই পশ্চিমবঙ্গের জ্যোতি বসু আমার সঙ্গে টক্কর নিয়েছিল শেষ হয়ে গিয়েছে, লালু প্রসাদ যাদব টক্কর নিয়েছিল, মুলায়ম সিং যাদব টক্কর নিয়েছিল শেষ হয়ে গিয়েছে। মোদিজীর উচিত আমার সঙ্গে টক্কর না নেওয়া।

যোগীজি আমাকে ছোট করার জন্য একটা আতঙ্কবাদীকে শঙ্করাচার্য বানিয়ে ঘোরাচ্ছিল। তবে মুঝসে জো টকরায়েংগে চুর চুর হো জাগেংগে৷

আরও পড়ুন ::

Back to top button