অর্থনীতিজাতীয়

৪০০ পার আর হল কোথায় ! ভোটের ফল প্রকাশের পর পতন শেয়ার বাজারে

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

৪০০ পার আর হল কোথায় ! ভোটের ফল প্রকাশের পর পতন শেয়ার বাজারে

বাজার খুলতেই পতন সেনসেক্সে। ১৫ মিনিটেই বাজার থেকে উধাও হয়ে গেল ১৪ লক্ষ কোটি টাকা। শেষ খবর অনুযায়ী, ২১ লক্ষ কোটি টাকার ক্ষতি হয়েছে শেয়ার বাজারে। লাভের মুখ দেখবেন বলে টাকা ঢেলেছিলেন অনেক বিনিয়োগকারীরাই। কিন্তু ভোট গণনা শুরু হতেই খেলা ঘুরে গেল। ভোটের ফল প্রকাশের দিনই ধস শেয়ার বাজারে। সাতসকালে, বাজার খুলতেই পতন সেনসেক্সে।

মঙ্গলবার সকালে শেয়ার বাজার খুলতেই সেনসেক্সের সূচকে ২১০০ পয়েন্ট পতন হয়। কিছুক্ষণের মধ্যেই সেই সূচকে ২৭০০ পয়েন্ট পতন হয়। অন্যদিকে নিফটির সূচকও ২২,৪৫০ অঙ্কের নীচে নেমে দাঁড়িয়েছে। সকাল ১১ টায় সেনসেক্সের পতন হয় ৪১০০ পয়েন্ট। নিফটিও ২২,১০০ পয়েন্টে নেমে দাঁড়িয়েছে।

প্রায় ১১ শতাংশ পতন হয়েছে আদানি এন্টারপ্রাইজ, এইচডিএফসি ব্যাঙ্ক, আরআইএল, আইসিআইসিআই ব্যাঙ্ক। ৭৬ হাজার পার করেছিল সেনসেক্সের সূচক। নিফটিও পার করেছিল ২৩ হাজারের গণ্ডি। কিন্তু আজ ভোট গণনা শুরু হতেই দেখা গেল সম্পূর্ণ উল্টো চিত্র।

আরও পড়ুন ::

Back to top button