জাতীয়

দ্বিতীয়বারের জন্য মসনদে নরেন্দ্র মোদি – শুভেচ্ছা রাষ্ট্র নেতাদের

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

দ্বিতীয়বারের জন্য মসনদে নরেন্দ্র মোদি – শুভেচ্ছা রাষ্ট্র নেতাদের - West Bengal News 24

বিজেপি সংখ্যাগরিষ্ঠতা না পেলেও এনডিএ জোট ম্যাজিক ফিগারে পৌঁছে গিয়েছে। ফলে সবকিছু ঠিকঠাক থাকলে পুনরায় সরকার গড়বেন নরেন্দ্র মোদী। তাই তাঁকে জয়ের জন্য আগাম শুভেচ্ছা জানিয়েছেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি থেকে মলদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু-সহ প্রাক্তন ও বর্তমান রাষ্ট্র নেতারা।

নরেন্দ্র মোদীর হ্যাটট্রিক ও এনডিএ জোটের পরই তাঁকে টুইট করে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন জর্জিয়া মেলোনি। টুইটারে তিনি লিখেছেন, “নির্বাচনী জয়ের জন্য নরেন্দ্র মোদীকে অভিনন্দন। ইতালি ও ভারতকে ঐক্যবদ্ধ করতে এবং আমাদের জনগণের মঙ্গলের জন্য বিভিন্ন বিষয়ে সহযোগিতাকে সুসংহত করতে আমরা একসঙ্গে কাজ চালিয়ে যাব।”

দ্বিতীয়বারের জন্য মসনদে নরেন্দ্র মোদি – শুভেচ্ছা রাষ্ট্র নেতাদের - West Bengal News 24

ইতালির প্রধানমন্ত্রীর অভিনন্দনে আপ্লুত নরেন্দ্র মোদীও তাঁকে ধন্যবাদ জানিয়েছেন। ভারত-ইতালি কূটনৈতিক সম্পর্ককে আরও গভীর করতে তিনি প্রতিশ্রুতি বলে টুইটারে তিনি জানিয়েছেন। প্রেসিডেন্ট পদে বসার পর থেকে বিভিন্ন ইস্যুতে ভারত-বিরোধিতা করে ঘরে-বাইরে বিতর্কে জড়িয়েছিলেন মহম্মদ মুইজ্জু। তবে এবার পুরানো দ্বন্দ্ব পিছনে ফেলেই নরেন্দ্র মোদীকে জয়ের অভিনন্দন জানিয়েছেন তিনি। দুই দেশের সমৃদ্ধি ও স্থিতাবস্থা বজায় রাখতে একসঙ্গে কাজ করারও বার্তা দিয়েছেন মুইজ্জু।

দ্বিতীয়বারের জন্য মসনদে নরেন্দ্র মোদি – শুভেচ্ছা রাষ্ট্র নেতাদের - West Bengal News 24

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিঙ্ঘে থেকে বিরোধী দলনেতা সাজিথ প্রেমাদাসাও নমো-কে জয়ের অভিনন্দন জানিয়েছেন। টুইটারে লিখেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বে ভারতের জনগণের সমৃদ্ধি ও অগ্রগতির ব্যাপারে তিনি নিশ্চিত।

দ্বিতীয়বারের জন্য মসনদে নরেন্দ্র মোদি – শুভেচ্ছা রাষ্ট্র নেতাদের - West Bengal News 24

বিজেপি ও এনডিএ জোটের জয়ের জন্য শুভেচ্ছাবার্তা জানিয়েছেন নেপালের প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল তথা প্রচণ্ড। বিশ্বের বৃহত্তম গণতান্ত্রিক উৎসবে ভারতের সকল জনগণের অংশগ্রহণের জন্য অভিনন্দনও জানিয়েছেন তিনি। নরেন্দ্র মোদীর তৃতীয়বারের বিপুল জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন মরিশাসের প্রাক্তন প্রধানমন্ত্রী প্রবিন্দ কুমার জুগনাউথ। মোদীর নেতৃত্বে ভারত-মরিশাস বিশেষ দ্বিপাক্ষিক সম্পর্ক সুদৃঢ় হবে বলেও জানিয়েছেন তিনি।

দ্বিতীয়বারের জন্য মসনদে নরেন্দ্র মোদি – শুভেচ্ছা রাষ্ট্র নেতাদের - West Bengal News 24

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট পদপ্রার্থী শরথ ফোনসেকা থেকে প্রাক্তন প্রেসিডেন্ট মাহিন্দ্রা রাজাপক্ষেও নরেন্দ্র মোদীর দূরদৃষ্টি ও সংকল্পের প্রশংসা করে তাঁকে জয়ের অভিনন্দন জানিয়েছেন।জামাইকার প্রধানমন্ত্রী অ্যান্ড্রু হোলনেস, বারবাডোসের প্রধানমন্ত্রী মিয়া আমোর মোতলেও নরেন্দ্র মোদীকে বিপুল জয়ের অভিনন্দন জানিয়েছেন। নরেন্দ্র মোদীর নেতৃত্বেই ভারত বিশ্বনেতা হয়েছে এবং বারবাডোস ভারতের সঙ্গী জানিয়ে আগামী দিনেও একসঙ্গে কাজ করবে বলে জানিয়েছেন বারবাডোসের প্রধানমন্ত্রী।

আরও পড়ুন ::

Back to top button

দয়া করে ওয়েবসাইটে বিজ্ঞাপনের অনুমতি দিন

দেখে মনে হচ্ছে আপনি কোনও বিজ্ঞাপন ব্লকার ব্যবহার করছেন। আমরা বিজ্ঞাপনের উপর ভরসা করি ওয়েবসাইটের ফান্ডের জন্য