জাতীয়

নেই স্মৃতি ইরানি-অনুরাগ ঠাকুরের নাম! যে কুড়ি জন এবার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন না

ওয়েস্ট বেঙ্গল নিউজ ২৪

নেই স্মৃতি ইরানি-অনুরাগ ঠাকুরের নাম! যে কুড়ি জন এবার মন্ত্রিসভায় জায়গা পাচ্ছেন না

প্রধানমন্ত্রী পদে টানা তৃতীয়বারের জন্য শপথ নিয়ে জওহরলাল নেহরুকে স্পর্শ করতে চলেছেন নরেন্দ্র মোদী। সেই পরিস্থিতিতে নরেন্দ্র মোদীকে নিয়ে যেমন আলোচনা হচ্ছে, ঠিক তেমনই মন্ত্রিসভা নিয়েও আলোচনা হচ্ছে। এখনও পর্যন্ত যা জানা গিয়েছে, প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে অন্তত ৬৫ জন মন্ত্রী শপথ নিতে চলেছেন।

এবারের পরিস্থিতি ২০২৪ কিংবা ২০১৯-এর থেকে আলাদা। বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা পায়নি। তারপরেও এনডিএ পরপর তিনবারের জন্য সরকার গঠন করতে চলেছে। মোদী মন্ত্রিসভায় এবার শরিকদের চাপ বেশি। তবে নরেন্দ্র মোদী ইতিমধ্যেই জানিয়ে দিয়েছেন, ১০০ দিনের অ্যাজেন্ডায় কাজ করতে হবে।

কেন্দ্রে বিজেপির মন্ত্রিসভা থেকে এবার, অনেক বড় মুখ বাদ পড়ছে। তাঁদের মধ্যে রয়েছেন স্মৃতি ইরানি, রাজীব চন্দ্রশেখরের মেতা নেতারা। তাঁরা গুরুত্বপূর্ণ মন্ত্রকের দায়িত্বে ছিলেন। আছে আরও অনেক বড় মুখ। যাঁরা এদিন প্রধানমন্ত্রীর বাসভবনে মন্ত্রীদের বৈঠকে ডাক পাননি। একনজরে সেই তালিকাটা দেখে নেওয়া যাক। স্মৃতি ইরানি, রাজীব চন্দ্রশেখর ছাড়াও তালিকায় রয়েছেন, অজয় মিশ্র টেনি. জেনারেল ভিকে সিং, অশ্বিনী চৌবে, নারায়ণ রানে, অজয় ভাট, স্বাধ্বী নিরঞ্জন জ্যোতি, মীনাক্ষী লেখি, রাজকনমার রঞ্জন সিং, আরকে সিং, অর্জুন মুন্ডা, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, জন বার্লা, ভারতী পানওয়ার, রাওসাহেব দানভে, কপিল পাতিল, ভাগবত কারাদ। এঁদের মধ্যে অনেকেই নির্বাচনে হেরেছেন, আবার কাউকে কাউকে বিজেপি নির্বাচনে টিকিট দেয়নি। আবার কাউকে কাউকে জয়ের পরেও সংগঠনে দায়িত্ব দেওয়া হবে বলে মন্ত্রিসভা থেকে দূরে রাখা হয়েছে।

টিকিট দেওয়া হয়নি যাঁদের
মীনাক্ষী লেখি, রাজকুমার রঞ্জন সিং, জেনারেল ভিকে সিং, জন বার্লা, অশ্বিনী চৌবে।

জয়ের পরেও মন্ত্রিসভায় যাঁরা সুযোগ পাননি
অনুরাগ ঠাকুর, অজয় ভাট, নারায়ণ রানে।

যাঁরা হেরে গিযেছেন
স্মৃতি ইরানি, রাজীব চন্দ্রশেখর, নিশীথ প্রামাণিক, সুভাষ সরকার, সাধ্বী নিরঞ্জন, ঐআরকে সিং, অর্জুন মুন্ডা, অজয় মিশ্র টনি, ভারতী পানওয়ার, রাও সাহেব দানভে ও কপিল পাতিল।

আরও পড়ুন ::

Back to top button