বিনোদন

বনি-ঋত্বিকার ‘লাভ স্টোরি’

বনি-ঋত্বিকার ‘লাভ স্টোরি’

হরনাথ চক্রবর্তী পরিচালিত ‘ভূতচক্র প্রাইভেট লিমিটেড’-এর পর চলতি বছরে দ্বিতীয়বার বড় পর্দায় এক সঙ্গে আসছেন কলকাতার জনপ্রিয় জুটি বনি সেনগুপ্ত ও ঋত্বিকা। ছবির নাম ‘লাভ স্টোরি’। সোমবার প্রকাশ পেয়েছে সে ছবির অফিশিয়াল ট্রেলার। প্রকাশ পাওয়া মাত্রই দর্শক মহলে তা বেশ ভালোই সাড়া ফেলেছে।

দুই বন্ধু অনি এবং রঞ্জা, ছোট থেকে একসঙ্গে বেড়ে উঠেছে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের বন্ধুত্ব গড়িয়েছে প্রেমে। কিন্তু আচমকাই তাদের জীবনের মোড় ঘুরে যায় অন্য দিকে। ভালোবাসার মাঝখানে বাধা হয়ে দাঁড়ায় তাদের পরিবার। তার পরই শুরু হয় এক অন্য গল্প। বিচ্ছেদ, হিংসা, ভালোবাসা সব মিলিয়ে গোটা ট্রেলারটি যেন উত্তেজনার ওভারডোজ।

বনি-ঋত্বিকার ‘লাভ স্টোরি’ পরিচালনা করেছেন রাজিব কুমার। ছবিটি প্রযোজনা করেছে সুরিন্দর ফিল্মস। সংগীত পরিচালনার দায়িত্বে রয়েছেন স্যাভি।

২০১৪ সালে রাজ চক্রবর্তীর ‘বরবাদ’ ছবির মাধ্যমে একসঙ্গে বড়পর্দায় অভিষেক হয়েছিল বনি-ঋত্বিকা জুটির। প্রথম ছবিতেই দারুণ জনপ্রিয়তা অর্জন করে তাদের প্রেমের রসায়ন। এরপর আরও তিনটি ছবিতে তারা জুটি বেধে কাজ করেছেন।

আরও পড়ুন ::

Back to top button