বিচিত্রতা
সাপ দিয়ে দড়ি লাফ খেলছে শিশুরা (ভিডিও)
দড়ি লাফ খেলে শৈশবে দারুণ সময় পার করেননি এমন মানুষ খুঁজে পাওয়া কঠিন। তবে কখনো কি ভাবতে পারেন সাপ নিয়ে দড়ি লাফ খেলার কথা! যেখানে দড়ির বদলে ব্যবহার হবে সাপ। সামাজিক যোগাযোগমাধ্যমে এমনই একটি ভিডিও ছড়িয়ে পড়েছে। যেখানে শিশুরা সাপ দিয়ে দড়ি লাফ খেলছে।
২৭ সেকেন্ডের ভিডিওটি ইউটিউবে আপলোড হওয়ার পরই সেটি ভাইরাল হয়ে যায়। ভিডিওটিতে দেখা যায়, দুই শিশু বিরাট লম্বা একটি সাপের দুই প্রান্ত দুইদিক থেকে ধরে রেখে দোলাচ্ছে। আর অন্য আরেকটি শিশু সেটির ওপর দিয়ে লাফিয়ে খেলা করছে। সাপটি অবশ্য মৃত ছিল।
সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমসে প্রকাশিত এক প্রতিবেদনে জানা গেছে, ভিডিওটি ভিয়েতনামের। সেখানে সাপের উপদ্রব অনেক বেশি।সর্বত্রই সাপের দেখা মেলে। তাই এই সরীসৃপটির সাহচর্যে সবাই অভ্যস্ত হয়ে উঠেছেন।
মন্তব্য করুন ..