Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
জীবন যাত্রা

কীভাবে স্ত্রীর মনের গোপন কথা জানবেন?

কীভাবে স্ত্রীর মনের গোপন কথা জানবেন?

দাম্পত্য জীবনে অনেক সময় দেখা যায়, স্ত্রী মুখ ফুটে স্বামীকে কিছু বলতে চান না৷ অথচ তার মনের ভিতর অনেক কথা জমে থাকে৷

স্ত্রী যদি তার মনের কথা স্বামীকে বলতে না পারেন, তাহলে কিন্তু দুইজনের মধ্যে সাময়িক একটা দূরত্ব তৈরি হওয়া স্বাভাবিক৷ তাই স্ত্রী মুখ না খুললেও তার পুরুষসঙ্গীকে বুঝে নিতে হবে, তিনি ঠিক কী বলতে চাইছেন৷ একবার স্ত্রীর মনের কথা আপনি বুঝে ফেলতে পারলে, দেখবেন দাম্পত্য জীবন কেমন তরতরিয়ে এগিয়ে চলেছে৷ এখানে কয়েকটি সহজ টিপস দেওয়া হল, যেগুলো মনে রাখলে আপনি সহজেই আপনার স্ত্রীর মনের গোপন কথা জানতে পারবেন।

১. আনমনা স্ত্রী :
কাজ থেকে ফিরে দেখলেন, স্ত্রী আনমনা৷ কথা বলছেন, কিন্তু আপনার চোখে চোখ রেখে নয় ৷ তাহলেই বুঝবেন তার মনে কিছু কথা জমে রয়েছে, যেগুলো আপনাকে খুলে বলতে না পারলে তিনি শান্ত হবেন না!

২. স্ত্রীর মুখ ভার :
আপনার সঙ্গে কথা বলা তো দূরের কথা, ভাল করে আপনার দিকে তাকাচ্ছেনও না৷ এরকমটা হলেই বুঝবেন, তিনি কিছু বলতে চান৷

৩. সঙ্গমে মন নেই :
তীব্র শারীরিক সুখ বিনিময়ের সময়ও তিনি আপনার দিকে মন দিচ্ছেন না৷ শয্যায় এহেন আচরণ দেখলে বুঝে নেবেন, তিনি আপনাকে কিছু দরকারি কথা বলতে চান৷ মহিলারা মন খুলে কথা বলতে না পারলে, মিলনের সময়ও অমনোযোগী হয়ে থাকেন৷

৪. সাজগোজ করছেন না :
দেখা গেছে, শতকরা ৮০ শতাংশ মহিলা সাজগোজ করতে ভালবাসেন৷ এমনকী, মন ভাল না থাকলেও তিনি সেজেগুজে থাকতে পছন্দ করেন৷ কিন্তু মনের মধ্যে কিছু কথা জমে থাকলে তিনি সাজগোজেও মন বসাতে পারেন না৷

৫. কথার খেই হারিয়ে ফেলছেন :
কোনও একটা বিষয় নিয়ে হয়তো আপনার সঙ্গে স্ত্রীর কথা হচ্ছে৷ কিন্তু কথাবার্তা যতই এগোচ্ছে, আপনি বুঝতে পারলেন স্ত্রী কথার খেই হারিয়ে ফেলছেন৷ তখনই বুঝতে হবে আপনার স্ত্রী আপনাকে কিছু একটা বলতে চাইছেন, কিন্তু কীভাবে শুরু করবেন বুঝতে পারছেন না৷

এরকম অবস্থায় আপনাকেই হাল ধরতে হবে৷ শান্ত হয়ে বসুন, জোরে শ্বাস টেনে নিন বুকের ভিতর৷ ধৈর্য হারাবেন না৷ স্ত্রীর কাছে ঘেঁষে বসুন, তাকে প্রশ্ন করুন কী হয়েছে! তার কথা মন দিয়ে শুনুন৷ আপনার স্ত্রী অন্যের বাড়ি থেকে আসা একজন মেয়ে৷ আপনার বাড়িতে তার কিছু সমস্যা হতেই পারে৷ যেগুলো আপনার বাড়ির অন্যান্য সদস্যদের কাছে তিনি খুলে বলতে পারছেন না৷ আপনাকেই তখন হাল ধরতে এগিয়ে আসতে হয়।

আরও পড়ুন ::

Back to top button