জীবন যাত্রা

মেয়েটি কি শুধুই বন্ধু ভাবে আপনাকে? দ্বিধা দূর করবে কিছু লক্ষণ

মেয়েটি কি শুধুই বন্ধু ভাবে আপনাকে? দ্বিধা দূর করবে কিছু লক্ষণ

মেয়েটি কি শুধুই বন্ধু ভাবে?নাকি আরও বেশি কিছু? এমন দ্বিধায় অনেকেই ভোগেন। এই দ্বিধা দূর করার অবশ্য বেশ সহজ উপায় আছে। কিছু লক্ষণ মিলে গেলেই বুঝবেন মেয়েটি শুধুই বন্ধু হিসেবে পছন্দ করে আপনাকে, এর বেশি কিছু নয়। জেনে নিন লক্ষণগুলো।

আপনার জন্য প্রেমিকা খোঁজে: মেয়েটি যদি আপনার জন্য বেশ সিরিয়াস হয়েই প্রেমিকা খোঁজা শুরু করে কিংবা আপনার সঙ্গে বিপরীত লিঙ্গের কাউকে দেখলেও হিংসা করে না তাহলে সে শুধুই আপনাকে বন্ধু ভাবে। তাই আপনার প্রত্যাশা কমিয়ে ফেলার সময় এখনই।

পছন্দের মানুষের কথা বলে: মেয়েটি যদি তার কাকে পছন্দ হয়েছে, তার আগের প্রেমিকের সঙ্গে সম্পর্ক কিংবা নতুন কারও সঙ্গে সম্পর্কে জড়ানোর পরিকল্পনার কথা জানায় তাহলে বুঝে নিন সে আপনাকে শুধুই একজন বন্ধু ভাবে। তাই এই সম্পর্কে আর আগানোর পরিকল্পনা না করাই ভালো।

আপনার থেকে কোনো প্রত্যাশা নেই: মেয়েটি আপনার থেকে কিছুই প্রত্যাশা করে না। বাসায় নামিয়ে না দিলে রাগ করে না কিংবা জন্মদিনে উপহার না দিলেও তার কোনো রাগ নেই। যদি আপনাদের সম্পর্কটা এমন হয়ে থাকে তাহলে মেয়েটি আপনাকে বন্ধুর চাইতে বেশি কিছু ভাবে না।

বডি ল্যাংগুয়েজ: মেয়েটি আপনার হাত ধরছে, কাঁধে কাঁধ মিলিয়ে চলছে মানেই সে আপনাকে পছন্দ করে এমনটা নয়। মেয়েটি যদি আপনাকে ভালোবেসে থাকে তাহলে বরং আপনার সামনে আসলে সে কিছুটা লাজুক থাকবে এবং আপনাকে স্পর্শ করতে ইতস্তত বোধ করবে। সেই সঙ্গে আপনার দিকে সরাসরি তাকাতেও লজ্জা পাবে যদি সে আপনাকে পছন্দ করে।

দল বেঁধে ঘোরা: আপনি যখনই মেয়েটির সঙ্গে একা সময় কাটাতে চান, তখনই সে তার অন্য বন্ধুদেরকেও ডেকে আনে। যদি এমনটা হয়ে থাকে তাহলে বুঝে নিন মেয়েটি আপনাকে শুধুই একজন বন্ধু মনে করে।

আরও পড়ুন ::

Back to top button