প্রযুক্তি

ম্যাসেঞ্জার-ইনস্টাগ্রাম চ্যাট একঘরে

ম্যাসেঞ্জার-ইনস্টাগ্রাম চ্যাট একঘরে

সম্প্রতি ইনস্টাগ্রামের ডাইরেক্ট ম্যাসেজ ও ম্যাসেঞ্জারকে এক করা হয়েছে। সামাজিক যোগাযোগ জায়ান্ট ফেসবুকের মালিকানাধীন মেসেঞ্জার এবং ইনস্টাগ্রামের মেসেজকে একটি নতুন অ্যাপে আনার পরিকল্পনা করেছে। ম্যাসেঞ্জার, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের ম্যাসেজিং সার্ভিস একীভূত করার ঘোষণা কার্যকরের পথে ফেসবুক।

প্রতিষ্ঠানটির সিওও শার্লি স্যান্ডবার্গ তার একটি ব্লগপোস্টে এ তথ্যটি জানান।

একীভূত ম্যাসেজিং সেবায় অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন আনতে কাজ করে যাচ্ছে ফেসবুক। ফেসবুক বিজনেস স্যুট নামের এ অ্যাপটি দিয়ে খুদে ব্যবসায়ীরা একই জায়গায় ক্রেতাদের মেসেজ, অ্যালার্ট এবং নোটিফিকেশন জানতে পারবে।

আরও পড়ুুন: টিকটকের সাথে ওরাকল-ওয়ালমার্টের চুক্তিতে ট্রাম্পের সম্মতি

এমনকি এটিতে ভবিষ্যতে হোয়াটসঅ্যাপকেও যুক্ত করার পরিকল্পনা রয়েছে। এছাড়া অ্যাপটি দিয়ে ফেসবুক এবং ইনস্টাগ্রামে একসঙ্গে ছোটখাটো ব্যবসায়িক পোস্টও দেয়া যাবে।

এ টুলটি আপাতত ছোট ব্যবসার জন্য করা হলেও ভবিষ্যতে তা বড় ব্যবসার ক্ষেত্রেও ব্যবহার করার উপযুক্ত করার পরিকল্পনা রয়েছে মালিক প্রতিষ্ঠান ফেসবুকের।

আগামীতে ইনস্টাগ্রাম ডিএম ও ম্যাসেঞ্জারের সঙ্গে হোয়াটসঅ্যাপের সেবা যোগ হবে বলে জানিয়েছে ফেসবুক। একীভূত ম্যাসেজিং সেবায় অ্যান্ড টু অ্যান্ড এনক্রিপশন আনতে কাজ করে যাচ্ছে ফেসবুক।

আরও পড়ুন ::

Back to top button