কলকাতা

মা উড়ালপুলে ফের জখম পুলিশ কর্মী

মা উড়ালপুলে ফের জখম পুলিশ কর্মী

সময়ের সঙ্গে সঙ্গে মাঞ্জা সুতোর কারণে রীতিমতো মৃত্যুফাঁদে পরিণত হয়েছে মা উড়ালপুল। ইতিমধ্যেই চিনা মাঞ্জার ব্যবহার রুখতে কড়া পুলিশ। কিন্তু সতর্কতার মাঝেই মঙ্গলবার ফের মা উড়ালপুলে চিনামাঞ্জায় দুর্ঘটনা। চিনামাঞ্জায় জখম এক পুলিশকর্মী।

চলতি বছরের মে মাসে মা উড়ালপুলে ঘুড়ির সুতোয় গলা কেটে মৃত্যু হয় একজনের। এরপর করোনা আবহে লকডাউনের মধ্যে মা উড়ালপুলে চিনা মাঞ্জায় আহত হয় এক যুবক। এই দুর্ঘটনার আবার করে না হয় তার জন্য অনেকবার সতর্ক করেছে পুলিশ।

আরও পড়ুন: কোলাঘাটে পথ দুর্ঘটনায় মৃত এক আহত এক

কিন্তু কোথায় কি লাভ হল ফের ঘটনাস্থল মা উড়ালপুল আর জখমের কারণ চিনামাঞ্জা। জানা গিয়েছে এদিন পুলিশকর্মী মা উড়ালপুল থেকে পার্ক সার্কাসের দিকে বাইকে করে যাচ্ছিল।

যাওয়ার সময় চিনামাঞ্জার কারণে জখম হয় ওই পুলিশকর্মী। ওই পুলিশ কর্মী জখম হওয়ার পর মা উড়ালপুলে আরও বাড়ানো হয়েছে নিরাপত্তা।

প্রসঙ্গত, ইতিমধ্যেই মা উড়ালপুলে নজরদারি চালানোর জন্য পাঁচ পুলিশ কর্মীর একটি দল গঠন করা হয়েছে। উড়ালপুলে পুলিশের দুটি কিয়স্কও তৈরি করা হয়েছে। এই কিয়স্কের মাধ্যমে উড়ালপুরের যান নিয়ন্ত্রণের পাশাপাশি ঘুড়ির উপরও নজর রাখা হয় ।

 

সূত্র: Hindusthan Samachar

আরও পড়ুন ::

Back to top button