মা হওয়ার পর নতুন ছবি শেয়ার করলেন জনপ্রিয় অভিনেত্রী পূজা
কিছুদিন আগেই মা হয়েছেন টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পূজা ব্যানার্জী৷প্রেগনেন্ট অবস্থা থেকেই সোশ্যাল মিডিয়ায় নানা সময়ে ছবি পোস্ট করেছিলেন অভিনেত্রী ৷
এমনকী, বেবি বাম্প নিয়ে পূজার সেই সব ছবি রীতিমতো ভাইরালও হয়েছিল নেটদুনিয়ায়। আর এবার টালিউডের এই নায়িকা করবা চৌথ পালন করলেন সারাদিন উপোস থেকে ৷ ইনস্টাগ্রামে লাল শাড়ি পরে ছবিও পোস্ট করেছেন পূজা।
সম্প্রতি সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পূজা বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, “আমি যখন ছোট ছিলাম, আমার বরাবরের অভিযোগ ছিল আমার বাবা-মায়ের বিয়েতে তাঁরা আমায় নেমন্তন্ন করেননি।
আরও পড়ুন: উন্মুক্ত উরু ও স্বল্প পোশাকে দারুন কায়দায় নেচে ভাইরাল চার যুবতী, দেখুন সেই ভিডিও
আমার সন্তানের সেই অভিযোগ অন্তত থাকবে না”।অর্থাৎ পূজা ব্যানার্জি সন্তানের উপস্থিতিতেই সারবেন সামাজিক বিয়ের রীতি নীতি।
View this post on Instagram
তবে এবার পূজা আরো একবার একটি নতুন ছবি পোস্ট করেছেন সোশ্যাল মিডিয়ায়। সেই ছবিতে সদ্য মা হওয়া পুজোর শরীরে এখনো রয়েছে বেবি ফ্যাট।
View this post on Instagram
আর তাছাড়া পূজাকে সেই আগের মতো আবেদনময়ী লাগছেনা সেই ভাবে। তাই নেটিজেনরা আগ্রহের সাথে জানতে চাইছে পূজার সেই আবেদনময়ী সেক্সি ফিগার কোথায় গেলো !
View this post on Instagram
View this post on Instagram