Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
সংগীত

চাঁদ দেখতে গিয়ে মৃত্যু হল জনপ্রিয় পপশিল্পীর

চাঁদ দেখতে গিয়ে মৃত্যু হল জনপ্রিয় পপশিল্পীর - West Bengal News 24

গ্র্যামি মনোনয়ন পাওয়া স্কটিশ পপশিল্পী ও প্রযোজক সোফি জিওন মারা গেছেন। তার বয়স হয়েছিল ৩৪ বছর।

সোফি জিওন ভক্তমহলে সোফি নামেই বেশি পরিচিত ছিলেন।

শনিবার স্থানীয় সময় ভোর ৪টায় গ্রিসের অ্যাথেন্সে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। খবর দ্য গার্ডিয়ান।

শিল্পীর এক প্রতিনিধির বরাতে খবরে বলা হয়, পূর্ণচন্দ্র দেখতে গিয়ে ছাদে উঠেছিলেন সোফি। হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান তিনি।

২০১৮ সালে ‘Oil of Every Pearl’s Un-Insides’ শিরোনামে সোফির প্রথম অ্যালবাম প্রকাশিত হয়েছিল।

২০১৫ সালে তিনি ম্যাডোনার সঙ্গেও কাজ করেছিলেন। ‘Bitch, I’m Madonna’ এককটি ম্যাডোনার সঙ্গে প্রযোজনা করেছিলেন তিনি।

আরও পড়ুন ::

Back to top button