রাজ্য

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ, ‘মমতা দিদি’কে অভিনন্দন জানিয়ে ট্যুইট মোদীর

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ, ‘মমতা দিদি’কে অভিনন্দন জানিয়ে ট্যুইট মোদীর - West Bengal News 24

বাংলার মুখ্যমন্ত্রী পদে শপথ নেওয়ার পর মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সকালে রাজভবনে মমতার শপথ গ্রহণ অনুষ্ঠানের পর পরই তাঁকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেন প্রধানমন্ত্রী। তবে এ বারও শুধু ‘দিদি’ নন, ‘মমতা দিদি’কে শুভেচ্ছা জানালেন মোদী।

মমতার উদ্দেশে নিজের সংক্ষিপ্ত টুইটবার্তায় প্রধানমন্ত্রী লিখেছেন, ‘পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার জন্য মমতা দিদিকে অভিনন্দন’।

নির্বাচনী লড়াইয়ে যুযুধান হলেও স্বাভাবিক ভাবেই রাজনৈতিক সৌজন্যের খাতিরেই এই টুইট মোদীর। রবিবার বিধানসভা ভোটের ফলাফল প্রকাশিত হওয়ার পরও তৃণমূল নেত্রী মমতাকে শুভেচ্ছা জানিয়ে টুইট করেছিলেন তিনি। পাশাপাশি, কোভিড পরিস্থিতির মোকাবিলায় তাঁর সরকারের প্রতি যাবতীয় সহযোগিতার হাতও বাড়িয়ে দেবে বলে কেন্দ্রের তরফে আশ্বাস দিয়েছিলেন।

তবে, সৌজন্যবশত ওই টুইটের পরেও মমতার দলের বিরুদ্ধে রাজ্য জুড়ে বিজেপি-র কর্মী-সমর্থকদের উপর সন্ত্রাস চালানোর অভিযোগও করেছিলেন গেরুয়া শিবিরের কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যপাল জগদীপ ধনখড়ের কাছে ফোন করে ভোট পরবর্তী হিংসা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী মোদী। এমনকি, মমতার শপথের দিনেই দেশ জুড়ে ধর্নায় বসার কথা ঘোষণা করেছিলেন বিজেপি-র সর্বভারতীয় সভাপতি জে পি নড্ডা।

বুধবার তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হওয়ার পর মোদীর কাছ থেকে ফের ‘মমতা দিদি’ সম্বোধনও ‘আদায়’ করে নিয়েছেন তৃণমূল নেত্রী। রাজ্যে ভোটপ্রচারের পর্বে বাংলায় এসে মমতাকে একাধিক বার ‘দিদি ও দিদি’ বলে দীর্ঘ টানে সুর করে আক্রমণ শানিয়েছিলেন মোদী। তবে রবিবার দুই-তৃতীয়াংশ আসনে জিতে টানা তৃতীয়বার বাংলার ক্ষমতা দখলের পর সেই সম্বোধনের বদলে টুইটে ‘মমতা দিদি’ লিখতে দেখা গিয়েছিল মোদীকে। বুধবারও ফের সেই ‘মমতা দিদি’-কে শুভেচ্ছা জানিয়েছেন মোদী।

সূত্র :আনন্দবাজার

আরও পড়ুন ::

Back to top button