Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
রাশিফল ও ভবিষ্যৎ

স্বপ্নের পিছনে কী আভাস লুকিয়ে থাকে, যা বলছে জ্যোতিষশাস্ত্র

স্বপ্নের পিছনে কী আভাস লুকিয়ে থাকে, যা বলছে জ্যোতিষশাস্ত্র

স্বপ্ন দেখা এক একজনের জীবনে এক একরকমের হয়। স্বপ্নে এমন অনেক কিছু মানুষ দেখে যার মধ্যে বাস্তব জীবনের নানা ঘটনা লুকিয়ে থাকে। জ্যোতিষশাস্ত্র অনুযায়ী সমস্ত স্বপ্নেরই আলাদা অর্থ রয়েছে। আপনার দেখা বিভিন্ন স্বপ্নের কোন অর্থ জ্যোতিষ শাস্ত্রে রয়েছে তা দেখে নেওয়া যাক।

সাপ দেখা
স্বপ্নে সাপ দেখার অর্থ আপনার শত্রু বৃদ্ধি পাচ্ছে। সাপ মেরে ফেলা দেখলে শত্রু কমবে। সাপে কাটা দেখলে বিপদ অপেক্ষা করতে পারে আপনার জন্য।

জলে ডুবে যাওয়া
জলে ডোবা দেখার অর্থ, কোনও বিপদের আগাম পূর্বাভাস। সামনে কোনও বিপদ অপেক্ষা করে থাকতে পারে আপনার।

আরও পড়ুন : নারীরা স্বপ্নে সাপ দেখলে যা হয়

দাঁত নড়া
দাঁত নড়তে দেখলে পরিচিত কারও অসুস্থ হওয়ার সম্ভাবনা রয়েছে। কোনও দাঁত পড়ে যাওয়া দেখলে খারাপ খবর পেতে পারেন।

ফল ভর্তি গাছ দেখা
স্বপ্নে গাছে ফল ভর্তি দেখলে সম্পদ বৃদ্ধি হতচে পারে। গাছ থেকে ফল পাড়লে অর্থপ্রাপ্তি হওয়ার লক্ষণ।

নিজেকে নগ্ন দেখা
নিজেকে নগ্ন অবস্থায় দেখার অর্থ কোনওভাবে আপনার সম্মানহানি হতে পারে। অন্য কাউকে নগ্ন দেখার অর্থ তারও সম্মানহানি হতে পারে।

মাছ দেখা
মাছ দেখা সৌভাগ্যের লক্ষণ। অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মাছ ধরতে পারলে সম্পদ ঘরে আনতে পারবেন। মাছ ফসকে গেলে সম্পদ হাতছাড়া হবে।

আরও পড়ুন : কোন স্বপ্নের অর্থ কী?

যৌনতা
মানিসক ও শারীরিকভাবে নিঃসঙ্গ বোধ করলে স্বপ্নে অন্যের সঙ্গে যৌনাচার করতে দেখতে পারেন।

মাটিতে পড়ে যাওয়া
স্বপ্নের মধ্যে মাটিতে যদি নিজেকে পড়ে যেতে দেখেন তার নামে আপনার অবনতি হতে পারে।

তথ্যসূত্র: অনলাইন ইন্ডিয়া

আরও পড়ুন ::

Back to top button