খেলা

দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে গিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন মনিকার, শেষ গেমে জয়

Tokyo Olympic 2020 : দ্বিতীয় রাউন্ডে পিছিয়ে গিয়েও দুর্দান্ত প্রত্যাবর্তন মনিকার, শেষ গেমে জয় - West Bengal News 24

আগের ম্যাচে ব্রিটেনের টিন টি হো কে উড়িয়ে দিয়েছিলেন ৪-০ ব্যবধানে। আজকে রুদ্ধশ্বাস ম্যাচে বিশ্বের ৩২ নম্বর র‍্যাঙ্কিং এ থাকা ইউক্রেনের পেসোত্স্কা মার্গারিতাকে ৪-৩ ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে চলে গেলেন টেবিল টেনিসে ভারতের অন্যতম ভরসা মনিকা বাত্রা।

ম্যাচের শুরুটা ভালো হয়নি মনিকার। প্রথম দুটো সেটে প্রতিপক্ষের বিরুদ্ধে কিছুতেই ছন্দ পাচ্ছিলেন না ভারতীয় তারকা। ১১-৪, ১১-৪ ব্যবধানে গেম দুটো জিতে ২-০ ব্যবধানে এগিয়ে যান পেসোত্স্কা। তারপরই অবিশ্বাস্য প্রত্যাবর্তন ঘটান মনিকা। প্রতিপক্ষকে দীর্ঘ র‍্যালিতে বাধ্য করে গেমটি জেতেন ১১-৭ ব্যবধানে।

পরের গেমটিতেও মনিকা জেতেন ১২-১০ এ, কিন্তু ভারতীয় ক্রীড়াপ্রেমীদের চিন্তায় ফেলে পঞ্চম গেম ১১-৮ এ জিতে ৩-২ এগিয়ে যান ইউক্রেনের প্রতিপক্ষ। ষষ্ঠ গেম ১১-৫ এ জিতে সমতা ফেরান মনিকা। নির্নায়ক সপ্তম গেমটি ১১-৭ এ জিতে পরের রাউন্ডে চলে গেলেন ভারতীয় তারকা।

সূত্র: প্রথম কলকাতা

আরও পড়ুন ::

Back to top button