Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
কলকাতা

৫ কেজি সবজি মাত্র ১ টাকায়, মদন বেচলেন সবজি! কিন্তু কেন?

Madan Mitra : ৫ কেজি সবজি মাত্র ১ টাকায়, মদন বেচলেন সবজি! কিন্তু কেন? - West Bengal News 24

স্বাধীনতা দিবসে নিউমার্কেটে সবজি বেচলেন মদন মিত্র!‌ ‘‌আমি যে ফেরিওয়ালা, দিন কি এমন যাবে’‌ গেয়ে বেচলেন আলু, বেগুন। তবে দাম ‘‌ফিক্সড’‌। ৫ কেজি সবজি মাত্র ১ টাকায়। কেন সবজি বিক্রি শুরু করলেন?‌ উত্তরে বললেন, ‘‌এটা মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা।

আমাগো ত্রিপুরা আমাগো কাছেই আনুম।’‌ গতকালই হলুদ টি-শার্ট, বিস্কুট রঙা কেপরি প্যান্ট, হাতে বক্সিং গ্লাভসে কামারহাটির তৃণমূল বিধায়ককে দেখে চমকে গেছেন অনেকে। এদিন সেই প্রসঙ্গে বললেন, ‘‌দিলীপ ঘোষকে রিংয়ে চ্যালেঞ্জ জানালাম।’‌

আরো পড়ুন : হিংসা সকলকে ত্যাগ করতে হবে, স্বাধীনতা দিবসে বার্তা রাজ্যপালের

কয়েকদিন আগেই চা বিক্রেতার ভূমিকায় দেখা গেছে মদনকে। সেইসঙ্গে কখনও বাইক চালিয়ে পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধির প্রতিবাদ। কখনও শহরের বুকে সাইকেলের সওয়ারি। কখনও আবার গরুর গাড়িতে।

নানান কাজ কর্মের মধ্য দিয়ে সব সময় খবরের শিরোনামে থাকতে ভালোবাসেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন মিত্র। এর আগেও ১ টাকায় বিভিন্ন রকমের ৫ কেজি সবজি বিক্রি করেছিলেন কামারহাটিতে।

চোখে সানগ্লাস, গায়ে জ্যাকেট, মাথায় সাদা কাশ্মিরী টুপি পরা সবজি বিক্রেতা’-র ডাকে কার্যত ভিড় জমে যায় নিউমার্কেট চত্বরে। এক ক্রেতা সবজি নিয়ে মদনকে বলেন, দাদা আপনাকে দারুণ লাগছে, উত্তরে মদনকে বলতে শোনা যায়, ‘‌ওহ লাভলি।’

সূত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button