মডেলিং

দেশত্যাগের সময় আফগান নারী চলচ্চিত্র নির্মাতার আবেগঘন স্ট্যাটাস

Afghan filmmaker Roya Heydari : দেশত্যাগের সময় আফগান নারী চলচ্চিত্র নির্মাতার আবেগঘন স্ট্যাটাস - West Bengal News 24

জন্মভূমি ছেড়ে পালালেন আফগান চলচ্চিত্র নির্মাতা, ফটোসাংবাদিক ও গল্পকার রোয়া হায়দারি। দেশ ছেড়ে চলে যাওয়ার সময় সোশ্যাল মিডিয়ায় আবেগঘন একটি স্ট্যাটাস দিয়েছেন তিনি।

সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ছবি পোস্ট করে মন খারাপের কথা বলেন রোয়া হায়দারি।

ছবিটিতে দেখা যায়, তিনি দুই হাঁটু বুকের কাছে জড়ো করে মাটির ওপর বসে আছেন। মুখে মাস্ক, চোখ জুড়ে শুধু শূন্যতা।

আরও পড়ুন : পাঞ্জশির সংকট যেভাবে সমাধান করল তালেবান

ছবির ক্যাপশনে তিনি লিখেছেন, নিজের কথা বলার অধিকার বজায় রাখতে আমাকে আমার দেশ ছাড়তে হচ্ছে। জন্মভূমি ছেড়ে পালিয়ে যেতে হচ্ছে।

 

View this post on Instagram

 

A post shared by Roya Heydari (@roya_heydari)

‘আবার শূণ্য থেকে শুরু। নিজের মৃত আত্মা আর ক্যামেরাটা সঙ্গে নিয়ে সাগর পাড়ে যাচ্ছি। বুকে প্রবল কষ্ট নিয়ে বলছি- বিদায় জন্মভূমি। আবার দেখা হবে।’

আরও পড়ুন ::

Back to top button