উঃ ২৪ পরগনা

আগ্নেয়াস্ত্র নিয়ে রাজ চক্রবর্তীর ওপর হামলা, আহত ৬ তৃণমূল কর্মী

Raj Chakraborty : আগ্নেয়াস্ত্র নিয়ে রাজ চক্রবর্তীর ওপর হামলা, আহত ৬ তৃণমূল কর্মী - West Bengal News 24

ব্যারাকপুরে তৃণমূল কংগ্রেসের বৈঠক চলাকালীন হামলার অভিযোগ উঠল। তৃণমূলের দাবি, ঘটনায় ছ’জন কর্মী আহত হয়েছেন। অল্পের জন্য রক্ষা পেয়েছেন বিধায়ক রাজ চক্রবর্তী।

রবিবার ব্যারাকপুর স্টেশনের কাছে হনুমান মন্দির লাগোয়া একটি জায়গায় তৃণমূল কর্মীদের সঙ্গে বৈঠক করছিলেন রাজ। অভিযোগ, বৈঠক চলাকালীন তৃণমূল কর্মীদের উপর হামলা চালায় একদল সশস্ত্র দুষ্কৃতী। তবে তারা রাজের কাছে পৌঁছাতে পারেনি। দুষ্কৃতীদের রুখে দেন রাজের ব্যক্তিগত নিরাপত্তারক্ষীরা। রাজের কোনও আঘাত না লাগলেও হামলায় কমপক্ষে ছ’জন তৃণমূলকর্মী আহত হয়েছেন। একজনের চোট গুরুতর হওয়ায় তাঁকে কলকাতা হাসপাতালে ভরতি করা হয়েছে।

আরো পড়ুন : দেগঙ্গায় নিরীহ চাষিদের উপরে নির্বিচারে লাঠিচার্জ পুলিশের, বাজারে বসা নিয়ে ঝামেলা(ভিডিও)

তৃণমূলের দাবি, হনুমান মন্দিরের একটি সমস্যা নিয়ে রবিবার বৈঠক চলছিল। ছিলেন পুরপ্রশাসক উত্তম দাস-সহ একাধিক নেতা। সেই সময় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা চালানো হয়েছে। ঘাসফুল শিবিরের দাবি, রাজের উপর হামলা চালানোর উদ্দেশ্য ছিল। ব্যক্তিগত নিরাপত্তারক্ষীদের তৎপরতায় রাজের চোট লাগেনি। তাঁর নাগাল পায়নি দুষ্কৃতীরা। ঘটনায় ইতিমধ্যে টিটাগড় থানায় একটি অভিযোগ দায়ের করেছে তৃণমূল। হামলা চালানোর অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

সূত্র: হিন্দুস্তান টাইমস

আরও পড়ুন ::

Back to top button