প্রযুক্তি

কম্পিউটারকে মানবিক গুণ শেখাতে চলেছেন যে নারী উদ্যোক্তা

কম্পিউটারকে মানবিক গুণ শেখাতে চলেছেন যে নারী উদ্যোক্তা - West Bengal News 24

কম্পিউটার প্রযুক্তি মানুষের জীবনের সঙ্গে অবিচ্ছেদ্যভাবে মিশে গেছে। কম্পিউটার ডেটা সঞ্চয়, অনুবাদ এমনকি যন্ত্রপাতি চালাতে সক্ষম। তবে বুদ্ধিবৃত্তিক এই কাজগুলো করলেও কম্পিউটারের কোনো মানবিক গুণ নেই। কম্পিউটারকে এবার মানবিক গুণের শিক্ষা দেবেন একজন মিশরীয় বংশোদ্ভুত মার্কিন কম্পিউটার বিজ্ঞানী রানা এল কালিউবি।

ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজিতে (এমআইটি) পিএইচডি করার সময় তিনি ‘অ্যাফেক্টিভা’ নামে একটি কোম্পানি প্রতিষ্ঠা করেন।

আরও পড়ুন : যেভাবে সুরক্ষিত রাখবেন আপনার গুগল ড্রাইভের তথ্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ এই বিজ্ঞানী জানান, তিনি কম্পিউটারকে মানুষের আবেগ অনুভূতি বোঝাতে চান, শেখাতে চান।

তিনি মনে করেন, প্রযুক্তির উন্নতির সঙ্গে সঙ্গে ‘সহানুভূতি সঙ্কট’ তৈরি হয়েছে। এখন কম্পিউটারকে মানবিক করাই তার প্রধান লক্ষ্য বলে জানান তিনি।

আরও পড়ুন ::

Back to top button