রাজ্য

রাজ্যে একদিনে করোনার বলি ১৪, চিন্তা বাড়াচ্ছে দুই জেলার কোভিড গ্রাফ

West Bengal Corona Update : রাজ্যে একদিনে করোনার বলি ১৪, চিন্তা বাড়াচ্ছে দুই জেলার কোভিড গ্রাফ - West Bengal News 24

চেষ্টার ত্রুটি নেই, তবে কিছুতেই বাগে আসছে না রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ। বুধবারই রাজ্য সরকারের পক্ষ থেকে করোনা সংক্রান্ত বিধিনিষেধের সময়সীমা আগামী ৩০ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আর তার কয়েক ঘন্টার মধ্যেই কিছুটা উদ্বেগের খবর বয়ে আনল রাজ্যের দৈনিক করোনা বুলেটিন। তাতে দেখা যাচ্ছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যে করোনার দৈনিক সংক্রমণ ও মৃত্যু আগের দিনের তুলনায় বেড়েছে।

একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭৪৩ জন আর প্রাণ হারিয়েছেন ১৪ জন। তবে কিছুটা স্বস্তি দিয়েছে সংক্রমণের হার। রাজ্যে সংক্রমণের হার কমে দাঁড়িয়েছে ১ দশমিক ৮৭ শতাংশে।’

এদিন সন্ধ্যায় রাজ্যের স্বাস্থ্য দফতরের পক্ষ থেকে প্রকাশিত করোনা বুলেটিনে জানানো হয়েছে, ‘গত ২৪ ঘন্টায় রাজ্যজুড়ে নতুন করে আরও ৪০ হাজার ৫৩টি নমুনা পরীক্ষা করা হয়েছে। নয়া নমুনা পরীক্ষায় ৭৪৩ জনের শরীরে মারণ ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে। যার ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৫ লক্ষ ৫৮ হাজার ৮৬০ জনে। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ১ দশমিক ৮৭ শতাংশে।’

আরও পড়ুন : ভবানীপুরে প্রিয়াঙ্কাকে ঘিরে ‘জয় বাংলা’ স্লোগান, ‘গণতান্ত্রিক অধিকার’, বললেন ফিরহাদ

দৈনিক সংক্রমণের পাশাপাশি দৈনিক মৃত্যুও আগের তুলনায় বেড়েছে। একদিনে নতুন করে করোনার মৃত্যুমিছিলে সামিল হয়েছেন ১৪ জন। এ নিয়ে রাজ্যে করোনার বলি হলেন ১৮ হাজার ৬১৩ জন। গত ২৪ ঘন্টায় সর্বাধিক মৃত্যু ঘটেছে নদিয়ায়। ওই জেলায় প্রাণ হারিয়েছেন ৬ জন। উত্তর ২৪ পরগনায় মারা গিয়েছেন ৪ জন। তাছাড়া কলকাতায় ২ জন এবং হুগলি ও জলপাইগুড়িতে একজন করে মারা গিয়েছেন।

স্বাস্থ্য দফতরের তথ্য অনুযায়ী, ‘গত ২৪ ঘন্টায় মারণ ভাইরাসকে হারিয়ে সুস্থ হয়েছেন ৭৫৩ জন। এ নিয়ে করোনাকে হারিয়ে সুস্থ হলেন ১৫ লক্ষ ৩২ হাজার ১৯৭ জন। সুস্থতার হার দাঁড়িয়েছে ৯৮ দশমিক ২৯ শতাংশে। একদিনে আ্যাকটিভ কেসের সংখ্যা কমেছে ২৪টি। সক্রিয় করোনা রোগীর সংখ্যা কমে দাঁড়িয়েছে ৮ হাজার ৫০ জনে।’

কলকাতা ও উত্তর ২৪ পরগনায় সংক্রমণ ক্রমশই বেড়ে চলেছে। কলকাতায় একদিনে নতুন করে সংক্রমিত হয়েছেন ১৩০ জন আর উত্তর ২৪ পরগনায় আরও ১৪২ জনের শরীরে প্রাণঘাতী ভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়েছে।

সূত্র: এই মুহুর্তে

আরও পড়ুন ::

Back to top button