নদীয়া

মহুয়া মৈত্রকে সতর্ক করল কমিশন! শান্তিপুরের ভোট গণনার দিনেই বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ

Shantipur By-Election Results 2021 : মহুয়া মৈত্রকে সতর্ক করল কমিশন! শান্তিপুরের ভোট গণনার দিনেই বিতর্কে জড়ালেন তৃণমূল সাংসদ - West Bengal News 24

গণনা প্রভাবিত করার অভিযোগ উঠল তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের বিরুদ্ধে। অভিযোগ তুললেন, বিজেপি সাংসদ। জগন্নাথ সরকার। মঙ্গলবার চার কেন্দ্রের উপনির্বাচনের ফল ঘোষণা। চলছে গণনা। তার আগেই বিতর্কে জড়ালেন দুই রাজনৈতিক নেতা-নেত্রী।

যদিও গণনা প্রভাবিত করার অভিযোগ নস্যাত্‍ করে দিয়েছেন তৃণমূল সাংসদ।মহুয়ার বিরুদ্ধে অভিযোগ, বেআইনি ভাবে তিনি গণনাকেন্দ্রে প্রবেশ করেছেন।

আরও পড়ুন : চার কেন্দ্রেই ছুটছে তৃণমূল, নজর কাড়ছে গোসাবা

রিটার্নিং অফিসার তাঁকে বেরিয়ে যেতে নির্দেশ দেন। এমনকি মহুয়া মৈত্রকে সতর্ক করল নির্বাচন কমিশন। খড়দহ, গোসাবা, শান্তিপুর, দিনহাটা এই চার কেন্দ্র ঘিরে উত্তেজনা চরমে।

শান্তিপুর ও দিনহাটা বিজেপির দখলে গেলেও এই উপনির্বাচনে কি ফল হবে সেই নিয়ে চিন্তায় পদ্ম শিবির। ঘাসফুল শিবিরের দাবি অবশ্য, তাঁরাই চারটি আসন জিতছে। কিন্তু গণনা শুরুর আগেই শুরু মু হয়ে গেছে একে অপরের বিরুদ্ধে অভিযোগের পালা।

সুত্র : দ্য ওয়াল

আরও পড়ুন ::

Back to top button