বিচিত্রতা
মিলনে মত্ত যুবক-যুবতীর ছবি উঠল গোপন ক্যামেরায়!!!
ভালোবাসার মানুষটিকে কাছে পেতে চায় কল সেন্টারে কাজ করা মেয়েটি। ডাকে সাড়া দিয়ে বীরভূম থেকে প্রেমিক হাজির মহানগরীতে। মেয়েটিও একদিনের ছুটি নিয়ে সারাদিন প্রেমিকের সাথে ভিক্টোরিয়া, বাবুঘাট ঘুরে রাতে উঠলো দক্ষিণ কলকাতার এক হোটেলে।
সেখানে অবিবাহিত যুবক যুবতী একসাথে থাকতে কোনো বাধা নেই। রাতে উদ্দাম ভালোবাসায় মিলিত হল দুজনে। একমাস পরে হঠাৎ পর্ণ সাইট সার্চ করতে গিয়ে যুবকটি হতবাক। তাদের সঙ্গম দৃশ্য দশ হাজার ভিউ হয়েছে। লজ্জায় ছেলেটি কোথাও অভিযোগ জানাতে পারেনি।
হ্যাঁ এমন ঘটনা প্রায়ই ঘটে চলছে দীঘা, মন্দারমনি থেকে কলকাতার কিছু হোটেলে। হোটেলে সঙ্গিনীকে নিয়ে রাত কাটাতে গিয়ে বিপদের শিকার হচ্ছেন অনেকে। হোটেলের ঘরে স্পাই ক্যামে রেকর্ড হয়ে যাচ্ছে তাদের অন্তরঙ্গ মুহূর্ত।
তাই হোটেলে থাকার আগে দেখে শুনে না নিলে বিপদ কিন্তু চার দেয়ালের মধ্যেই!