জানা-অজানা

রান্নাঘরে পিঁপড়ার যন্ত্রণায় টিকতে পারছেন না? মাত্র দুই উপাদানেই স্থায়ীভাবে দূর হবে পিঁপড়া

রান্নাঘরে পিঁপড়ার যন্ত্রণায় টিকতে পারছেন না? মাত্র দুই উপাদানেই স্থায়ীভাবে দূর হবে পিঁপড়া

রান্নাঘরে পিঁপড়ার যন্ত্রণায় টিকতে পারছেন না? খাবার রাখলেই পিঁপড়া এসে ভরে যায়? এই অসুবিধায় কমবেশি সবাই ভুগছে। এর সমাধান লুকিয়ে আছে আপনার রান্নাঘরেই। খুব বেশি কিছু নয়। মাত্র দুটি উপাদানেই পেয়ে যাবেন স্থায়ী সমাধান।

উপাদান দুটি হলো আইসিং সুগার এবং বেকিং পাউডার। যারা বেকিং করায় পারদর্শী তাদের কাছে দুটি উপাদনই বেশ পরিচিত। আইসিং সুগার হলো মিহি চিনি গুঁড়া। যা কেক তৈরিতে ব্যবহৃত হয়। বেকিং সোডা বেকিং এ ব্যবহৃত হয়। এটা বাই-কার্বনেট জাতীয় উপাদান।

পিঁপড়া তাড়াতে এই বাই-কার্বনেট আর চিনির গুঁড়া মিশিয়ে নিন। এরপর পিঁপড়া ওঠার জায়গাগুলোতে ছিটিয়ে দিন। পিঁপড়ার দেখা আর পাবেন না। আর সেটা হবে স্থায়ীভাবেই।

পিঁপড়ে তাড়াতে অনকে কীটনাশক ব্যবহার করেন। তাতে স্বাস্থ্য ঝুকিঁ বেড়ে যায়। ঘরোয়া উপাদান কমিয়ে দেয় স্বাস্থ্য ঝুঁকি।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

আরও পড়ুন ::

Back to top button