Jannah Theme License is not validated, Go to the theme options page to validate the license, You need a single license for each domain name.
বলিউড

অভিনয় ছেড়ে সন্ন্যাস বেছে নিলেন এই অভিনেত্রী

Nupur Alankar : অভিনয় ছেড়ে সন্ন্যাস বেছে নিলেন এই অভিনেত্রী - West Bengal News 24

দীর্ঘ ২৭ বছরের অভিনয় জীবন অভিনেত্রী নূপুর অলংকারের (Nupur Alankaar)। অভিনয় করেছেন অনেক দর্শকপ্রিয় সিরিয়ালে। তবে সেই ক্যারিয়ার ছেড়ে তিনি হয়ে গেলেন সন্ন্যাসী। মুম্বইয়ের ঘরবাড়ি ছেড়ে তিনি পাড়ি জমাচ্ছেন হিমালয়ে। অনেকদিন ধরেই তিনি আধ্যাত্মিকতার চর্চা করছেন।

এবার একেবারে চূড়ান্তভাবে চলে যাচ্ছেন হিমালয়ে। এরইমধ্যে নিজের মুম্বইয়ের বাসা ভাড়া দিয়ে ফেলেছেন। সেটা থেকে যা আয় হবে, তাতেই নিজের সন্ন্যাস জীবনের খরচ নির্বাহ করবেন। এ বিষয়ে নূপুর বলেন, গত ফেব্রুয়ারি মাসেই আমি সন্ন্যাস নিয়েছি। এখন আমি নানা তীর্থে ঘুরে বেড়াচ্ছি।

আর্তদের সাহায্য করার চেষ্টা করছি। সবসময়ই আধ্যাত্মের পথে হাঁটার ইচ্ছে ছিল। এখন সেই পথ ধরেই হাঁটছি।

নূপুর জানান, এক আধ্যাত্মিক গুরুর সান্নিধ্য পেয়েই জীবনের নতুন অর্থ খুঁজে পেয়েছেন তিনি। তাই অভিনয় ছেড়ে এখন আত্মিক শান্তি ও মানবসেবায় নিজেকে নিয়োজিত রাখছেন এ অভিনেত্রী।

আর কখনোই অভিনয়ে আসার ইচ্ছে নেই জানিয়ে নূপুর বলেন, আমার জীবনে অভিনয়ের আর কোনও জায়গা নেই। অন্যের জীবনে বাঁচতে চাই না আর। পর্দায় যা দেখানো হয় সবই তো মিথ্যা। এই জগৎ ছেড়ে বেরিয়ে আসতে চেয়েছিলাম।

আরও পড়ুন ::

Back to top button