রাজ্য

দুর্গাপুজোয় বাংলায় আসতে পারেন অমিত শাহ

Amit Shah : দুর্গাপুজোয় বাংলায় আসতে পারেন অমিত শাহ - West Bengal News 24

ফের পুজোর উদ্বোধন উপলক্ষে কলকাতায় আসতে চলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তাও ৩ বছর পর। বিজেপির দুর্গা পুজোর উদ্বোধনে আসছেন শাহ! গেরুয়া শিবির সূত্রে অন্তত তেমনটাই জানা গিয়েছে। শহরের একাধিক পুজো মণ্ডপে যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সন্তোষ মিত্র স্কোয়্যারের পুজো কমিটির তরফে শাহকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এ বারে তাদের থিম ‘আজাদি কা অমৃত মহোৎসব’। স্বাধীনতার ৭৫ বছর পূর্তি উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের কর্মসূচি তুলে ধরবে তারা। বিজেপি নেতা সজল ঘোষ সেই পুজোর উদ্যোক্তা। এ ছাড়াও কলকাতার আরও কয়েকটি পুজো মণ্ডপেও যাওয়ার সম্ভাবনা রয়েছে তাঁর। সল্টলেকের একটি পুজো রয়েছে সেই তালিকায়।

আরও পড়ুন :: ঝড় ঠেকাতে বাংলার দ্বারস্থ মোদির গুজরাত

বিজেপি সূত্রে খবর, তার আগে দিল্লির সবুজ সংকেত পাওয়ার পরই মহালয়ার দিন আসছেন কেন্দ্রীয় পর্যবেক্ষক দল। পরিস্থিতি সরেজমিনে দেখার পর তাঁরা রিপোর্ট দেবেন দিল্লি নেতৃত্বকে।

এর আগেও দুর্গাপুজো উপলক্ষে কলকাতায় এসেছিলেন অমিত শাহ। ২০১৯ সালে সল্টলেকের বিজে ব্লকের দুর্গাপুজোর উদ্বোধন করেছিলেন তিনি। সেই পুজোর উদ্যোক্তা সব্যসাচী দত্ত তখন বিজেপিতে ছিলেন। ওই সময় রাজ্যের রাজনৈতিক পরিস্থিতি ছিল অন্যরকম। ১৯-এর লোকসভা নির্বাচনে রাজ্যের ৪২ টি আসনের মধ্যে ১৮ টি আসনে জয়লাভ করেছিল গেরুয়া শিবির।

আরও পড়ুন ::

Back to top button